Rani Mukerji

‘হারানোর যন্ত্রণাটা ভিতরে বসে গিয়েছে’, গর্ভেই দ্বিতীয় সন্তানের মৃত্যু নিয়ে মুখ খুললেন রানি

রানির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখেনি। পাঁচ মাসেই গর্ভপাত হয় তাঁর। নিজের জীবনের এই দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬
Share:

রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শুক্রবার মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘মর্দানি ৩’। এর আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় বার মা হতে চলেছিলেন। কিন্তু, রানির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখেনি। পাঁচ মাসেই গর্ভপাত হয় তাঁর। নিজের জীবনের এই দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

২০২০ সালে অতিমারির সময় দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হন রানি। কিন্তু পাঁচ মাসের মাথায় সন্তানকে হারান। ঠিক তার পরেই শুরু হয় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং। যখন ছবিটি মুক্তি পায়, সেই সময় সন্তান হারানোর যন্ত্রণার কথা কাউকে জানাননি। আশঙ্কা ছিল, সবাই ভাববেন ছবির প্রচারের স্বার্থেই এই ঘটনার কথা বলছেন!

তিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রস্তাব পেয়েছিলেন গর্ভপাতের ১০ দিনের মাথায়। ছবির পরিচালক কিংবা প্রযোজক, কেউই জানতেন না অভিনেত্রীর এই যন্ত্রণার কথা। ছবিতে দেবিকা চট্টোপাধ্যায়ের চরিত্রে রানির অভিনয় দারুণ প্রশংসিত হয়। সেই ছবিতে সন্তানদের কাছে রাখতে এক মায়ের লড়াইয়ের গল্পই দেখানো হয়েছিল। মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রানি। সম্প্রতি, ‘মর্দানি ৩’-এর প্রচারে এসে স্মৃতির পাতা উল্টে দেখলেন অভিনেত্রী। রানি বলেন, ‘‘ওই ছবিটা আমার জীবনে এমন সময়ে এসেছিল, যখন আমি সবেমাত্র দ্বিতীয় সন্তানকে হারিয়েছি। গল্পটা শোনামাত্রই যেন ছবির সঙ্গে জুড়ে যাই। হারানোর যন্ত্রণাটার সঙ্গে একাত্ম হয়ে যাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement