Entertainment News

মা হওয়ার পর আজ প্রথম শুটিং করলেন রানি

আদিরা হওয়ার কারণ গত আড়াই বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন রানি মুখোপাধ্যায়। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’তে। এ বার কামব্যাক। যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মলহোত্রর পরিচালনায় ‘হিচকি’ দিয়ে ফের সিলভার স্ক্রিনে ফিরছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৮:৩২
Share:

আদিরা হওয়ার কারণ গত আড়াই বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন রানি মুখোপাধ্যায়। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’তে। এ বার কামব্যাক। যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মলহোত্রর পরিচালনায় ‘হিচকি’ দিয়ে ফের সিলভার স্ক্রিনে ফিরছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হল সেই ছবির শুটিং।

Advertisement

আরও পড়ুন, ঐন্দ্রিলার জন্মদিন, কী ভাবে সেলিব্রেট করলেন অঙ্কুশ?

গত মাসে জন্মদিনে প্রথম যশরাজ ফিল্মসের ফেসবুক থেকে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাট করেন নায়িকা। সেখানেই রানি জানিয়েছেন কেন খুব একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তাঁকে। কেনই বা ছোট্ট আদিরার ছবি ওয়েব ওয়ার্ল্ডে একেবারেই প্রকাশ করতে চান না তিনি। রানির কথায়, ‘‘আমি সোশ্যাল মিডিয়াতে নেই। যখন আমার অনুরাগীরা ছবি শেয়ার করতে বলেন তখন তাঁদের না বলতে খারাপই লাগে। কিন্তু আমার স্বামী আদিত্য খুব প্রাইভেট পার্সন। ও একেবারেই চায় না আদিরার ছবি আমি শেয়ার করি। আর আদিত্যর এই ভাবনাটাকে আমি সম্মান করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement