Entertainment News

ফের স্কুলে যাবেন রানি, কেন জানেন?

নায়িকা সাংবাদিকদের বলেন, ‘‘নিজের দুর্বলতাকে অতিক্রম করে শক্তি সঞ্চয় করার গল্প রয়েছে হিচকিতে। আমার শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সবসময়ই আমি সদর্থক শিক্ষা পেয়েছি। চরিত্রটা করার সময় সেই শিক্ষা মাথায় রেখেছিলাম। আমার স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কাছে এই ছবিটার মেসেজ নিয়ে যেতে পারব বলে গর্ব অনুভব করছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৬
Share:

রানি মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

‘ওয়ে হিচকি’। নিজের স্কুলে গিয়ে ঠিক এটাই নাকি বলবেন রানি মুখোপাধ্যায়। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘হিচকি’।

Advertisement

সিদ্ধার্থ পি মলহোত্র পরিচালিত এই ছবিতে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি। তাঁর চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে যাঁর কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়েও তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। বলি সূত্রের খবর, সেই ছবির প্রথম গান ‘ওয়ে হিচকি’ আগামী মঙ্গলবার নিজের স্কুলে প্রকাশ করবেন রানি।

সম্প্রতি নায়িকা সাংবাদিকদের বলেন, ‘‘নিজের দুর্বলতাকে অতিক্রম করে শক্তি সঞ্চয় করার গল্প রয়েছে হিচকিতে। আমার শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সবসময়ই আমি সদর্থক শিক্ষা পেয়েছি। চরিত্রটা করার সময় সেই শিক্ষা মাথায় রেখেছিলাম। আমার স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কাছে এই ছবিটার মেসেজ নিয়ে যেতে পারব বলে গর্ব অনুভব করছি।’’

Advertisement

আরও পড়ুন, কাদের জন্য পিছিয়ে গেল রানির ‘হিচকি’?

রানি আগেই বলেছিলেন, ‘‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দিয়েছে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’’

আরও পড়ুন, ‘রসগোল্লা’র আড্ডায় চলুন, খোদ নবীন দাসের বাড়িতে

২০১৪-এ ‘মর্দানি’তে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রানিকে। মা হওয়ার পর ‘হিচকি’ দিয়েই বড়পর্দায় কামব্যাক করবেন নায়িকা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ মার্চ মুক্তি পাবে এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন