Ranveer Singh

হিট জুটির প্রত্যাবর্তন

‘গাল্লি বয়’-এর হিট জুটি মুরাদ-সফিনাকে ফের একবার নতুন করে দেখা যেতে পারে ভন্সালীর পরিচালনায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ০০:২৭
Share:

রণবীর-আলিয়া

রণবীর সিংহ বরাবরই তাঁর ফেভারিট ছিলেন। আর আলিয়া ভট্ট তাঁর সাম্প্রতিক ছবির নায়িকা। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এ বার এই দু’জনকে নিয়ে আসতে চাইছেন এক ফ্রেমে। ‘গাল্লি বয়’-এর হিট জুটি মুরাদ-সফিনাকে ফের একবার নতুন করে দেখা যেতে পারে ভন্সালীর পরিচালনায়। শোনা যাচ্ছে, ১৯৫২ সালের হিট ছবি ‘বৈজু বাওরা’র আধারে ছবি তৈরির কথা ভাবছেন ভন্সালী। চিত্রনাট্য তৈরি হবে মূল ছবির আধারেই, যে ছবিতে ছিলেন ভারত ভূষণ এবং মীনা কুমারী। মুক্তির পর সিনেমা হলে একশো সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল এই হিট মিউজ়িক্যালটি। পিরিয়ড পিস স্পেশ্যালিস্ট ভন্সালী এই ছবির রিমেকের ঘোষণা করেছিলেন গত বছর অক্টোবরেই। ছবিতে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ভন্সালী আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে ব্যস্ত, যেখানে আলিয়া রয়েছেন গঙ্গুবাইয়ের চরিত্রে। অন্য দিকে, ‘পদ্মাবত’-এ রণবীরের সঙ্গে শেষ কাজ করেছিলেন ভন্সালী। ২০২১ সালে ‘বৈজু বাওরা’র রিমেকের মুক্তির পরিকল্পনা করেছেন তিনি। তবে করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে কবে থেকে শুটিং ফ্লোর সচল হবে, তার উপরেই আপাতত নির্ভর করছে আগামী দিনের পরিকল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement