পরিচালকের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠ ছবি, চটলেন প্রেমিক রণবীর

এমনিতে তাঁদের মাখোমাখো প্রেম অনেক যুগলের চোখেই এখন ঈর্ষার কারণ। বি-টাউনের মোস্ট হটেস্ট কাপল তকমা রয়েছে তাঁদের নামের পাশে। এ হেন রোমান্টিক লভ বার্ডসদের মধ্যেও কি তবে ঝগড়া শুরু হল?

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১১:৪৩
Share:

এমনিতে তাঁদের মাখোমাখো প্রেম অনেক যুগলের চোখেই এখন ঈর্ষার কারণ। বি-টাউনের মোস্ট হটেস্ট কাপল তকমা রয়েছে তাঁদের নামের পাশে। এ হেন রোমান্টিক লভ বার্ডসদের মধ্যেও কি তবে ঝগড়া শুরু হল?

Advertisement

বলিপাড়ায় জোর গুঞ্জন, একটি ছবি নিয়েই নাকি ঝগড়া শুরু হয়েছে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের মধ্যে। কিন্তু, কী এমন রয়েছে সেই বিতর্কিত ছবিতে? যে ছবি নিয়ে এত হুলস্থূল সেই ছবিতে নাকি পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে দীপিকাকে। শোনা গিয়েছে, হলিউডে এক্সএক্সএক্স-এর শুটিং সেরে বুদাপেস্টে রবতা-র শুটিংয়ে গিয়েছিলেন নায়িকা। সেখানেই নাকি এই ছবি তোলা হয়েছে। কিন্তু, এই ছবি প্রকাশ্যে আসতেই মুখ হাঁড়ি হয়েছে সিংহ মশাইয়ের! ঠিকই তো, নিজের প্রেমিকাকে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে দেখতে কার আর ভাল লাগে?

আরও পড়ুন: দীপিকা পাড়ুকোন সম্পর্কে কয়েকটি অজানা তথ্য

Advertisement

হোমি আদজানিয়ার সঙ্গে এই ছবি দেখেই চটলেন রণবীর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement