বিয়ে হবে নাকি!

ক’দিন আগেই নাকি দীপিকার মা-বাবা মুম্বইয়ে এসেছিলেন রণবীরের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। দীপিকার ফ্ল্যাটে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হওয়ার পর তাঁরা একসঙ্গে ডিনারেও যান।

Advertisement
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৮:৩০
Share:

রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের গুজব আজকের নয়। কিন্তু এখন ব্যাপারটা আর গুজবে সীমিত নেই। বরং সেই গুঞ্জন বাস্তবে পরিণত হওয়ার দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, এই বছর জুন মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা-জুটি। আর এখন জোরকদমে পরিকল্পনা চলছে, কোথায় গিয়ে বিয়েটা করবেন তা-ই নিয়ে।

Advertisement

ক’দিন আগেই নাকি দীপিকার মা-বাবা মুম্বইয়ে এসেছিলেন রণবীরের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। দীপিকার ফ্ল্যাটে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হওয়ার পর তাঁরা একসঙ্গে ডিনারেও যান। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। এর পরে দীপিকা লন্ডনে থাকাকালীন রণবীরের মা-বাবার সঙ্গে শপিংয়ে যান। এক বাড়িতে কথাবার্তা, তার পর আবার অন্য পরিবারের সঙ্গে শপিং... এ সব তো বিয়ের দিকেই ইঙ্গিত করছে। অন্য দিকে দীপিকার কমেন্টও উস্কে দিয়েছে বিয়ে নিয়ে জল্পনা। ক’দিন আগে রণবীর সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা ছবিতে দীপিকা কমেন্ট করেন ‘মাইন’। অবশ্য কিছু ক্ষণ পরে তা ডিলিটও করে দেন। আবার দীপিকার জন্মদিনেই নাকি তারকা-জুটির বাগদান হতে পারে... এমন গুজবও ছড়িয়েছিল।

বলিউডে কান পাতলেও রণবীর-দীপিকার বিয়ে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। ক’দিন আগেই কর্ণ জোহর তাঁর রেডিয়ো শোয়ে এক প্রশ্নের উত্তরে বলেন যে, লং ডিসট্যান্স প্রেম করলে রণবীর-দীপিকার সম্পর্ক ভেঙে যেতে পারে, কারণ তাঁরা একে অপরকে ছাড়া একেবারেই থাকতে পারেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement