Entertainment News

রণবীরের এনার্জির কারণ কি দীপিকা?

সম্প্রতি মুম্বইতে সেলেব ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর। সেখানে তাঁর ফ্যানক্লাবের এক সদস্য জানতে চান, ‘এত এনার্জি আপনি কোথা থেকে পান?’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৫
Share:

রণবীর এবং দীপিকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অভিনয় হোক বা নাচের মঞ্চ। রণবীর সিংহের পারফরম্যান্স মানেই যেন এনার্জি বম্ব। কিন্তু এই এনার্জির উত্স কী? তা এতদিনে শেয়ার করলেন নায়ক।

Advertisement

সম্প্রতি মুম্বইতে সেলেব ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর। সেখানে তাঁর ফ্যানক্লাবের এক সদস্য জানতে চান, ‘এত এনার্জি আপনি কোথা থেকে পান?’

এর উত্তরেই রণবীর বলেন, ‘তুমি কি জান, আমার গার্লফ্রেন্ড কে?’ অর্থাত্ গার্লফ্রেন্ডের কারণেই যে তিনি এত এনার্জেটিক তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন নায়ক।

Advertisement

আরও পড়ুন, কর্ণের সন্তানদের জন্মদিনে কেন এলেন না কাজল?

দীপিকা পাড়ুকোন যে তাঁর ‘গার্লফ্রেন্ড’ এ কথা আগেও বহুবার প্রকাশ্যে বলেছেন রণবীর সিংহ। তাই রণবীরের এনার্জির পিছনে লুকিয়ে রয়েছে ‘দীপিকা’ রহস্য।


এই সেই পোস্ট।

রণবীর নিজে যদিও দীপিকার নাম করেননি। তবে ইঙ্গিত যে দীপিকার দিকেই তা স্পষ্ট বলে মনে করছেন বলি মহলের এতটা বড় অংশ।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement