Entertainment News

দুই রণবীরের আলোচনায় কেন এলেন কঙ্গনা?

তাঁকে নিয়ে দুই রণবীরই আগ্রহী। তিনি বলি পাড়ার সিংহ এবং কপূর দু’জনেরই আলোচনার মধ্যমণি। কিন্তু কী নিয়ে এত আলোচনা? আর কী ভাবেই বা রিঅ্যাক্ট করলেন? তিনি অর্থাত্ কঙ্গনা রানাওয়াত? বিষয়টা ঠিক কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ১৭:১২
Share:

তাঁকে নিয়ে দুই রণবীরই আগ্রহী। তিনি বলি পাড়ার সিংহ এবং কপূর দু’জনেরই আলোচনার মধ্যমণি। কিন্তু কী নিয়ে এত আলোচনা? আর কী ভাবেই বা রিঅ্যাক্ট করলেন? তিনি অর্থাত্ কঙ্গনা রানাওয়াত? বিষয়টা ঠিক কী?
আসলে সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’তে হাজির ছিলেন বলি টাউনের এই দুই নেমসেক। সেখানে একে অপরের লেগ পুলিং করতে করতে হোস্ট কর্ণ জোহরের সঙ্গে পারফেক্ট ‘বয়েজ টাইম’ কাটিয়েছেন তাঁরা। সেখানেও রণবীর সিংহ মজা করে বলেন, ‘‘কঙ্গনার সঙ্গে রণবীর ডেট করছে দেখলে আমার ভাল লাগবে।’’ কয়েক মাস আগেই রণবীর কপূর এবং কঙ্গনা রানাওয়াতে ‘বিশেষ বন্ধুত্ব’-এর গসিপ নিয়ে সরগরম ছিল বলি মহলের আনাচ-কানাচ।
তবে রণবীর সিংহের এ হেন ইচ্ছের কথা শুনে কঙ্গনা বলেছেন, ‘‘রণবীর সিংহ আমার বন্ধু। আমি জানি ও আমার লভ লাইফ নিয়ে খুব কৌতুহলী। …কিন্তু সবাই জানে আমার মধ্যে অনেক রহস্য রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement