‘‘দীপিকার সঙ্গে আমার কেমিস্ট্রি হট’’

দীপিকার জীবনে কোন রণবীরের ভূমিকা কতটা তা নিয়ে বলিউডে অনেক গসিপ রয়েছে। তবে রণবীর সিংহের সঙ্গে নাকি তাঁর জুটি ‘হটেস্ট’। আর এমন দাবি করলেন খোদ রণবীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:০১
Share:

দীপিকার জীবনে কোন রণবীরের ভূমিকা কতটা তা নিয়ে বলিউডে অনেক গসিপ রয়েছে। তবে রণবীর সিংহের সঙ্গে নাকি তাঁর জুটি ‘হটেস্ট’। আর এমন দাবি করলেন খোদ রণবীর।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তামাশা’। যেখানে দীপিকা এবং তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের কেমিস্ট্রির প্রশংসা করেছেন রণবীর সিংহ। তবে সে সব দেখেও তাঁর দাবি, ‘‘দীপিকাকে আমার সঙ্গেই সবচেয়ে ভাল লাগে। আমাদের কেমিস্ট্রি হট।’’ দিন কয়েক আগেই ফিল্ম ফেয়ারের মঞ্চে ‘মোস্ট গ্ল্যামারাস অনস্ক্রিন কাপল’-এর মুকুটও উঠেছে দীপিকা-রণবীরের মাথায়। আর সে কারণেই কি কপূরকে ব্যাকফুটে ফেলে এই ‘সিংহ গর্জন’?

যদিও বলিউডের অন্দরে জোর গুঞ্জন দীপিকাকে নিয়ে দুই রণবীরের এই লড়াই অনেকটাই ব্যক্তিগত। মিস্টার কপূরের সঙ্গে ব্রেকআপের পরে মিস্টার সিংহের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, ‘তামাশা’র শুটিংয়ে ফের রণবীরের সিংহের জমে উঠেছিল দীপিকার প্রেম। সে কারণেই কি তড়িঘড়ি নিজেদের ‘হটেস্ট’ জুটি বলতে হচ্ছে রণবীরকে? এ সব বলে কি তিনি কিছু প্রমাণ করতে চাইলেন? এ প্রশ্নের উত্তর দিতে নারাজ নায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement