Entertainment News

‘বিয়ের পর আমি…’ কী বললেন রণবীর?

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেছেন, ‘‘আমি এখন সময় মতো ঘুম থেকে উঠি। খেয়ে নিই। কাজে যাই সময় মতো। আবার ঠিক সময়ে ফিরেও আসি। বিয়ের পর ভাল ছেলে হয়ে গিয়েছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৮:০২
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

প্রায় চার মাস হতে চলল বিয়ে করেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোতে তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখেছিল গোটা বিশ্ব। বিয়ের পর বদলেছে দু’জনেরই জীবন। বদল কতটা? শেয়ার করলেন রণবীর স্বয়ং।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেছেন, ‘‘আমি এখন সময় মতো ঘুম থেকে উঠি। খেয়ে নিই। কাজে যাই সময় মতো। আবার ঠিক সময়ে ফিরেও আসি। বিয়ের পর ভাল ছেলে হয়ে গিয়েছি।’’

‘গোলিও কে রাসলীলা রামলীলা’র সেটে প্রেমে পড়েন দম্পতি। ছ’বছর সম্পর্কের পরে বিয়ে করেছেন তাঁরা। পরিবর্তন এসেছে দীপিকার জীবনেও। কিন্তু তা নিয়ে তিনি এখনও সরব নন।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

বিয়ের পরও রণবীরের কেরিয়ারে আগের মতোই সাফল্য এসেছে। ‘সিম্বা’, ‘গাল্লি বয়’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। অন্যদিকে মেঘনা গুলজারের ‘ছপক’-এর শুটিংয়ের ব্যস্ততা চলছে দীপিকার। ওই ছবি দিয়েই আফটার ম্যারেজ অনস্ক্রিন কামব্যাক হবে নায়িকার।

আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement