মুক্তি পেল টিজার

‘বেফিকর’ চুমু ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

লম্বা চুল, সেক্সি লুকের এই হিরোকে চেনেন? তিনি তো চুমু খেতে ব্যস্ত। আর নায়িকার টুপির আড়ালে ঢাকা পড়েছে তাঁর মুখ। বেশ আর সাসপেন্স নয়। ইনি হলেন রণবীর সিংহ। আর তাঁর নায়িকার বাণী কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৬:৫৮
Share:

লম্বা চুল, সেক্সি লুকের এই হিরোকে চেনেন? তিনি তো চুমু খেতে ব্যস্ত। আর নায়িকার টুপির আড়ালে ঢাকা পড়েছে তাঁর মুখ।

Advertisement

বেশ আর সাসপেন্স নয়। ইনি হলেন রণবীর সিংহ। আর তাঁর নায়িকার বাণী কপূর। পরিচালক আদিত্য চোপড়ার পরবর্তী ছবি ‘বেফিকর’-এ নয়া লুকে দেখা যাবে তাঁদের। শনিবার প্রকাশিত হল ছবির ফার্স্ট লুক। আর প্রকাশের পরই তা সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘বেফিকর’-এ আরবান লুক ফ্রেমবন্দি করেছেন দর্শক। প্যারিসে বেশিরভাগ শুটিং করেছেন আদিত্য। এই ছবিতে ট্যাঙ্গো এবং হিপহপ নাচতে দেখা যাবে রণবীরকে। এর জন্য আলাদা করে নাকি ট্রেনিংও নিয়েছেন তিনি। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। প্রথম বার রণবীর-বাণীর জুটি কেমন হিট হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement