নিলামে দাম পেল না অ্যাঞ্জেলিনা জোলির অপ্রকাশিত নগ্ন ছবি

গত বছরও তিনি ছিলেন হলিউডের ‘মোস্ট পেড’ অভিনেতাদের মধ্যে এক জন! ছবি পিছু ২০১৪-য় অ্যাঞ্জেলিনা জোলি নিতেন ৩ কোটি ৩৩ লক্ষ মার্কিন ডলার! অথচ, লন্ডনের ‘জেব্রা ওয়ান গ্যালারি’-র নিলামে এ বছর নায়িকার নগ্ন ছবির দাম উঠল কোনও মতে টেনেটুনে ১ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২১
Share:

গত বছরও তিনি ছিলেন হলিউডের ‘মোস্ট পেড’ অভিনেতাদের মধ্যে এক জন! ছবি পিছু ২০১৪-য় অ্যাঞ্জেলিনা জোলি নিতেন ৩ কোটি ৩৩ লক্ষ মার্কিন ডলার! অথচ, লন্ডনের ‘জেব্রা ওয়ান গ্যালারি’-র নিলামে এ বছর নায়িকার নগ্ন ছবির দাম উঠল কোনও মতে টেনেটুনে ১ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা!

Advertisement

১৯৯৫ সালে ডাকসাইটে ফটোগ্রাফার কেট গার্নার নায়িকার দুটো সাদা-কালো ছবি তুলেছিলেন! অ্যাঞ্জেলিনার তখন মাত্র ২০ বছর বয়স! হলিউডে পায়ের তলার জমি শক্ত হতে তখনও বাকি! সেই সময়ের একটা ছবিতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে শরীরটাকে আড়াল করে বসে রয়েছেন তিনি। পা দুটো একটা কালো রেশমি বন্ধনে বাঁধা! ন্যুড মেক-আপে কাজলটানা দুটো চোখে একটা অব্যক্ত ইশারা। আর, বিশেষ করে চোখে পড়ছে নায়িকার বিখ্যাত ঠোঁট-ফোলানো অভিব্যক্তি, পরে যা আলো করে তুলবে হলিউডের রুপোলি পর্দা।

আর একটা ছবিও একই সঙ্গে এসেছে সবার চোখের সামনে। কেট গার্নারেরই তোলা এই সাদা-কালো ছবিটা নায়িকার মুখের ক্লোজ-আপ। এক দৃষ্টিতে সেই ছবিতে অ্যাঞ্জেলিনা তাকিয়ে রয়েছেন ক্যামেরার লেন্সের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement