Vijay Rashmika Wedding Rumours

বিজয়ের সঙ্গে বিয়ের জল্পনায় সিলমোহর? এই প্রথম মুখ খুললেন রশ্মিকা মন্দানা

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের খবর। বিজয় ও রশ্মিকার আঙুলে বড় আংটিও নজর এড়ায়নি কারও। অনুরাগীদের মতে, তাঁদের হাতে দেখা যাচ্ছে বাগ্‌দানের আংটিই। গুঞ্জন কি সত্যি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪
Share:

বিয়ের গুঞ্জনে সিলমোহর? ছবি: সংগৃহীত।

গুঞ্জন বহু দিনের। আংটিবদল সেরে এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চারহাত এক হওয়ার কথা তাঁদের, খবর এমনই। যদিও এই নিয়ে কখনও নিজেরা মুখ খোলেননি তারকাজুটি। তবে এ বার গুঞ্জনে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের খবর। বিজয় ও রশ্মিকার আঙুলে বড় আংটিও নজর এড়ায়নি কারও। অনুরাগীদের মতে, তাঁদের হাতে দেখা যাচ্ছে বাগ্‌দানের আংটিই। গুঞ্জন কি সত্যি? এই প্রথম উত্তর দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা বলেন, “বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না, কোনওটাই বলতে চাই না। আমি শুধু এটুকুই বলব, যখন সঠিক সময় আসবে, আমরা সবটা জানাব।” অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা করতে তিনি নারাজ, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।

সূত্রের খবর, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বাগ্‌দান সেরেছেন ‘ডিয়ার কমরেড’ জুটি। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজয়ের টিমের তরফে বাগ্‌দানের গুঞ্জনে সিলমোহর দেওয়া হয়েছিল। অন্য দিকে এ-ও খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিয়ের আসর বসবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement