Rashmika Mandanna-Vijay Deverakonda

রশ্মিকাকে হঠাৎ চুম্বন, লাজে রাঙা অভিনেত্রী! হবু স্বামী বিজয়ের জন্য কী বললেন?

সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার রশ্মিকা বলেছেন, ‘‘আমি বিজয়কে বিয়ে করতে চাই।’’ এ বার অভিনেত্রীর ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদ্‌যাপনে গিয়ে হঠাৎ চুম্বন করে বসেন বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:১৭
Share:

(বাঁ দিকে) বিজয় দেবরকোন্ডা, (ডান দিকে) রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।

গত সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। যদিও সে কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি তাঁরা। সম্প্রতি বাগ্‌দান সেরেছেন। অনামিকায় মস্ত হিরের আংটি রশ্মিকার। বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, ‘‘আমি বিজয়কে বিয়ে করতে চাই।’’ এ বার রশ্মিকার ছবি ‘ দ্য় গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদ্‌যাপনে গিয়ে হঠাৎ চুম্বন করে বসেন বিজয়।

Advertisement

তাঁদের সম্পর্ক নিয়ে গোপনীয়তার আগল আলগা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে বিয়ে হবে বিজয়-রশ্মিকার, খবর এমনই। ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাফল্য উদ্‌যাপনের পার্টিতে গিয়ে একে অপরকে ‘রশ্মি’ ও ‘বিজু’ নামে সম্বোধন করেছেন। রশ্মিকার সাফল্যে তিনি কতটা গর্বিত বলতে গিয়ে বার বার আবেগতাড়িত হয়ে পড়েন বিজয়। অভিনেত্রীর খুশির দিনে সকলের সামনেই তাঁর হাতে চুম্বন এঁকে স্নেহের পরশ দেন বিজয়। তার পরেই সকলের সামনে রশ্মিকা বলেন, ‘‘আমার ছবির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজয় জুড়ে ছিল। আজ ভীষণ আবেগতাড়িত আমি। শুধু এতটুকু বলব, প্রতিটা মানুষের জীবনে একটা করে বিজয় থাকা দরকার।’’ যখন কথাগুলো বলছেন, চোখ ছলছল করে ওঠে রশ্মিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement