Rashmika Mandanna

‘পুষ্পা’র দ্বিতীয় ভাগে কি বাদ পড়লেন শ্রীবল্লি? বদলে জায়গা নিচ্ছেন সাই পল্লবী!

অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানার ছবি ‘পুষ্পা’ গত বছর ঝড় তুলেছিল বক্স অফিসে। ইতিমধ্যেই শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েলের শুটিং। তবে হঠাৎই অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কথাবার্তা এগোচ্ছেন নির্মাতারা। কপালে চিন্তার ভাঁজ রশ্মিকার অনুরাগীদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৬
Share:

‘পুষ্পা ২’-এ রশ্মিকার জায়গা নেবেন সাই পল্লবী! সংগৃহীত।

১২ ডিসেম্বরই শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। প্রেম, সংঘাত, নাটকীয়তায় ভরপুর অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানার ছবি ‘পুষ্পা’ গত বছর ঝড় তুলেছিল বক্স অফিসে। অল্লু অর্জুন, রশ্মিকা আর ফহাদ ফাসিলকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। তার মধ্যেই শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ ছবির নির্মাতারা অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কথাবার্তা বলছেন। শোনা যাচ্ছে, চিত্রনাট্য পড়ে খানিকটা ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। তবে এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ শ্রীবল্লির অনুরাগীদের। তা হলে কি দ্বিতীয় ভাগে রশ্মিকার বদলে জায়গা নিচ্ছেন সাই পল্লবী?

Advertisement

এখানেই রয়েছে আসল টুইস্ট। খবর, সাই পল্লবীকে বেশির ভাগ সময়েই দেখা যাবে অল্লুর সঙ্গে। তবে সেই কারণে বাদ পড়ছেন না রশ্মিকা। 'পুষ্পা ২'-এর শ্রীবল্লি চরিত্রে রশ্মিকাই থাকছেন। সাই পল্লবীকে দেখা য়েতে পারে অল্লু অর্জুনের বোনের চরিত্রে। এখনও পর্যন্ত পল্লবীর তরফে সম্মতি পাওয়া গিয়েছে বলে খবর। তবে শেষ মুহূর্তে যদি অভিনেত্রী মনবদল করেন, সে ক্ষেত্রে ঐশ্বর্যা রাজেশ নির্মাতাদের দ্বিতীয় পছন্দ।

Advertisement

২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির পর দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী। ১৭ ডিসেম্বর এক বছর পূর্ণ করল এই ছবি। এ বার সকলে তাকিয়ে ‘পুষ্পা: দ্য রুল’-এর দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement