Ravi Kishan Wife

রোজ রাতে স্ত্রীকে প্রণাম করে শুতে যান রবি কিশন, নেপথ্যে কারণ কী জানালেন অভিনেতা?

একটি শোয়ে গিয়ে রবি জানান, প্রতি রাতে শুতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করেন। রবির কথা শুনে সেই সময়ে তাঁকে খোঁচা দিয়েছিলেন অজয় দেবগন। কিন্তু কী কারণে অভিনেতা এমন কাজ করেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:১৩
Share:

রোজ রাতে কেন স্ত্রীকে প্রণাম করেন রবি? ছবি: সংগৃহীত।

গত বছর লোকসভার ভোটের মুখে ঝামেলায় জড়িয়েছিলেন ভোজপুরী সিনেমার তারকা রবি কিশন। গত বছর অভিনেতার নামে গুরুতর অভিযোগ আনেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এক মহিলা। তিনি দাবি করেছেন, তাঁর কন্যার বাবা নাকি রবি। সেই মেয়ের নাম শেনোভা। যদিও ওই দাবি উড়িয়ে দেন অভিনেতা। সেই নিয়ে অবশ্য বিস্তর জলঘোলা হয়। পিতৃত্ব পরিচয়ের পরীক্ষা পর্যন্ত করান রবি। কিন্তু তার ফল নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। ১৯৯৩ সালে প্রীতি শুক্লকে বিয়ে করেন রবি। বর্তমানে দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। যদিও সম্প্রতি একটি শোয়ে গিয়ে রবি জানান, প্রতি রাতে শুতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করেন। রবির কথা শুনে সেই সময় তাঁকে খোঁচা দেন অজয় দেবগন। কিন্তু কী কারণে অভিনেতা এমন কাজ করেন?

Advertisement

সম্প্রতি ‘সন অফ সর্দার ২’ ছবির প্রচারে রবি কিশন-সহ অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুর গিয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’-তে। সেখানেই কপিল রবির দাম্পত্যজীবনের এই অজানা তথ্য জানান। কপিল বলেন, ‘‘রবিভাই ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে স্ত্রীকে প্রণাম করেন।’’ কপিলের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন অভিনেতা। শোনামাত্র খোঁচা দিয়ে অজয় বলেন, ‘‘যে যত ভুল করে তাঁকে তত নীচে ঝুঁকতে হয়!’’ অজয়ের কথা শোনার পরই রবি বলেন, ‘‘এটা সত্যি, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করি। আমার স্ত্রী বাধা দেয়। কিন্তু ঘুমিয়ে পড়লে করি। কারণ, যখন কিচ্ছু ছিল না, অর্থও ছিল না, তখন ও আমার পাশে ছিল। আমার সব ওঠাপড়ার সাক্ষী। কখনও ছেড়ে যায়নি। তাই ওকে প্রণাম করি। এতটুকু তো করতেই পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement