Raja Murad

‘মৃত্যু’র খবরে জেরবার! ভুয়ো তথ্যের সাফাই দিতে গিয়ে ‘বিরক্ত’ রাজা, পুলিশের দ্বারস্থ অভিনেতা

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতা রাজা মুরাদের ‘মৃত্যু সংবাদ’। ভুল খবরে প্রবল বিরক্ত অভিনেতা। পুলিশের কাছে গিয়ে দায়ের করলেন অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১১:৫২
Share:

কেন বিরক্ত অভিনেতা রাজা মুরাদ? ছবি: সংগৃহীত।

পুলিশের দ্বারস্থ অভিনেতা রাজা মুরাদ। শুক্রবার মুম্বইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করলেন। সমাজমাধ্যমে তাঁর ‘মৃত্যু’র ভুয়ো পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেতার। গুঞ্জনের আগুনে জল ঢালতে ঢালতে ‘বিধ্বস্ত’ রাজা। এমন খবরে নিজেই অত্যন্ত বিরক্ত বোধ করছেন। তিনি যে জীবিত, সেই সাফাই দিতে দিতে জেরবার অভিনেতা।

Advertisement

অভিনেতার অভিযোগ, কোনও এক নেটাগরিক সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে রীতিমতো ঘোষণা করে দেন যে, রাজা মুরাদের মৃত্যু হয়েছে। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়ো ‘মৃত্যুতারিখ’ পর্যন্ত উল্লেখ করা ছিল। সেই সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে। অভিনেতা বলছেন, “কিছু মানুষের আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে, জানি না কেন! আমার মৃত্যুর খবর পোস্ট করে শ্রদ্ধাও জানিয়েছেন। তাঁদের কথায় আমি বহু বছর ধরে কাজ করেছি, কিন্তু এখন আমাকে মনে রাখার কেউ নেই। আমার জন্মতারিখ ও ভুয়ো মৃত্যুতারিখও লেখা রয়েছে পোস্টে। খুব গুরুতর বিষয় এটি।” পরিজনেদের কাছে এর জবাবদিহি করতে করতে গলা, জিভ, ঠোঁট শুকিয়ে যাচ্ছে রাজার। “এই মিথ্যাটা সর্বত্র রটে গিয়েছে। যিনি এই কাজ করেছেন, তাঁর মানসিকতা খারাপ। খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এই সমস্ত করে মজা পাচ্ছেন”, বলছেন ‘বিরক্ত’ অভিনেতা।

অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওঁরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বার করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত। শুধু আমি নয়, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।” হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন রাজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement