Entertainment News

‘বেবিমুন’-এর প্ল্যান করছেন সইফ-করিনা?

শুটিং সেরে চটজলদি বাড়ি ফেরাটাই এখন সইফ আলি খানের রুটিন। বাড়ি ফিরে পুরো সময়টাই করিনার সঙ্গে কাটাতে চাইছেন ছোটে নবাব। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো। তাই এখন বেশি সময়টা এক সঙ্গেই কাটাচ্ছেন দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ১৩:৩০
Share:

শুটিং সেরে চটজলদি বাড়ি ফেরাটাই এখন সইফ আলি খানের রুটিন। বাড়ি ফিরে পুরো সময়টাই করিনার সঙ্গে কাটাতে চাইছেন ছোটে নবাব। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো। তাই এখন বেশি সময়টা এক সঙ্গেই কাটাচ্ছেন দম্পতি।

Advertisement

প্রোডাকশনের এক সূত্র মারফত্ জানা গিয়েছে, ফ্লোরে মাঝে মাঝেই ক্রু মেম্বারদের কাছে সইফ জানতে চাইছেন, কতক্ষণে প্যাকআপ হবে। এমনকী সন্তান জন্মানোর আগে করিনাকে নিয়ে কোথাও ছুটি কাটাতে যেতে চান তিনি।

করিনার নতুন ছবির শুটিং শেষ হলে দু’জনে মিলে মিনি ভ্যাকশনে তো যাবেন। কিন্তু কোথায়? না! ‘বেবিমুন’-এর ঠিকানা মিডিয়াকে জানাতে চান না সইফ-করিনা।

Advertisement

আরও পড়ুন, ‘লোকে আমাকে হিংসে করে? তাই নাকি?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement