Entertainment News

কাজলকে ঘৃণা করতেন শাহরুখ খান!

না! কোনও টাইপো নয়। হেডিংটা আপনি ঠিকই পড়ছেন। যখন প্রথম দেখা হয়েছিল, তখন কাজলকে ঘৃণা করতেন শাহরুখ খান। আর এই স্বীকারোক্তি খোদ কিঙ্গ খানেরই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ১৭:২১
Share:

না! কোনও টাইপো নয়। হেডিংটা আপনি ঠিকই পড়ছেন। যখন প্রথম দেখা হয়েছিল, তখন কাজলকে ঘৃণা করতেন শাহরুখ খান। আর এই স্বীকারোক্তি খোদ কিঙ্গ খানেরই।

Advertisement

‘বাজিগর’ শাহরুখ-কাজল জুটির প্রথম ছবি। শাহরুখ জানিয়েছেন, ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য তাঁকে ফোন করেন আমির খান। কারণ আমির কাজলের সঙ্গে অভিনয় করতে চেয়েচিলেন। তখন আমিরকে তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভাল অভিনেত্রী নন। শাহরুখের কথায়, ‘‘আমি আমিরকে মেসেজ করেছিলাম কাজল খুবই খারাপ, কাজের প্রতি ওর কোনও ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না।’’

কিন্তু সে দিন বিকেলের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তাঁর প্রতি ধারণা বদলে যায় শাহরুখের। ‘‘আমি সে দিন বিকেলেই আমিরকে ফোন করে বলেছিলাম আমি জানি না এটা কী ভাবে হল, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে।’’ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড বাদশা।

Advertisement

তাঁদের আলাপ এ ভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই বন্ধুত্ব হয় তাঁদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাঁকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন— আজও অটুট।

আরও পড়ুন, কেটি-অরল্যান্ডোর নগ্ন ছবি প্রকাশ্যে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন