Entertainment News

ঐশ্বর্যার প্রশংসা করলেন তাঁর রেখা ‘মা’

রেখার মতে, কেরিয়ারের দীর্ঘ জার্নিতে ঐশ্বর্যা কখনও থামেননি। নিজের গন্তব্য নিজেই ঠিক করেছেন। সেই লক্ষ্যে এগিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৫০
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন এবং রেখা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

দু’দশক কাটিয়েছেন ইন্ডাস্ট্রিতে। সাফল্য এসেছে। ব্যর্থতাও। সে সব সামলে বি-টাউনের প্রথম সারিতে জায়গা পাকা করে নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। এ বার তাঁকে নিয়ে নিজের ভাললাগার কথা শেয়ার করলেন রেখা। সম্প্রতি একটি ম্যাগাজিনে ঐশ্বর্যাকে নিয়ে কলম ধরেছেন রেখা।

Advertisement

রেখার মতে, কেরিয়ারের দীর্ঘ জার্নিতে ঐশ্বর্যা কখনও থামেননি। নিজের গন্তব্য নিজেই ঠিক করেছেন। সেই লক্ষ্যে এগিয়েছেন। তাঁর কথায়, ‘‘তুমি কী বলেছ, কী করেছ তা লোকে ভুলে যাবে। শুধু তোমার কাজ দেখে তাদের কী অনুভূতি হয়েছে সেটা মনে রাখবে। সাহসী হিসেবে তোমার উদাহরণ অনেকেই দেবেন।’’

রেখার সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক বরাবরই বেশ ভাল। রেখাকে ঐশ্বর্যা ‘মা’ বলে ডাকেন। আর ম্যাগাজিনের লেখাতে রেখার শেষ লাইন, ‘লভ ইউ। জিতে রহো। রেখা মা।’’ তিনি আরাধ্যার কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে অগ্রজ হিসেবে অনুজের প্রশংসায় দুই অভিনেত্রীর ব্যক্তিগত সমীকরণই ফের প্রকাশ্যে এল।

Advertisement

আরও পড়ুন, বিরাট কোহালি কি বাবা হতে চলেছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement