News of the Day

বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে অমিত শাহ। ভারত বনাম শ্রীলঙ্কা। ঠান্ডা কেমন। আর কী কী নজরে

জেলায় রাজনৈতিক সফর শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারত বনাম শ্রীলঙ্কা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৮:০৫
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

নতুন বছর শুরু হতে দিন দুয়েক বাকি। আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নির্ঘণ্টও ঘোষণা করবে নির্বাচন কমিশন মাস কয়েকের মধ্যে। সেই আবহেই জেলায় রাজনৈতিক সফর শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার বড়জো়ড়া বিধানসভা এলাকায় জনসভা করবেন তিনি। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বিকেলেই কলকাতা ফিরে আসবেন মমতা।

তিন দিনের সফরে সোমবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই বিধাননগরে বিজেপির দফতরে একটি বৈঠক সেরেছেন তিনি। আজ দুপুরে একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মধ্যাহ্নভোজের পরে বসবেন সাংগঠনিক বৈঠকে। ওই বৈঠক শেষে আরএসএস দফতর কেশব ভবনে যাবেন তিনি। সেখানেও একটি বৈঠক রয়েছে শাহের।

Advertisement

আজ মেয়েদের ভারত বনাম শ্রীলঙ্কা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। আগের চারটি ম্যাচ জিতে ভারত সিরিজ়ে ৪-০ এগিয়ে। আজ শ্রীলঙ্কাকে চুনকাম করার লক্ষ্যে নামবেন হরমনপ্রীত কৌরেরা। প্রথম তিনটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর গত ম্যাচে রান পেয়েছেন স্মৃতি মন্ধানা। প্রথম চারটি ম্যাচেই সহজে জিতেছে ভারত। আজ শেষ ম্যাচে জিতে সিরিজ়ে শ্রীলঙ্কাকে কি চুনকাম করতে পারবে তারা?

শনিবার থেকে রাজ্যে ভোটারদের নথিপত্র যাচাই শুরু করেছে কমিশন। শুনানিকেন্দ্রের বাইরে গত কয়েক দিন বয়স্ক ভোটারদের ভিড় দেখা গিয়েছে। অসুস্থ অবস্থাতেও শুনানির জন্য গিয়েছেন অনেকে। এমনকি অ্যাম্বুল্যান্সে করেও শুনানির জন্য যেতে দেখা গিয়েছে। তবে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার, অসুস্থ বা বিশেষ ভাবে সক্ষমেরা চাইলে শুনানিকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করতে পারেন। বাড়ি বাড়ি গিয়েই তাঁদের শুনানি করা হবে। আজ জেলায় জেলায় কী পরিস্থিতি থাকে সে দিকে নজর থাকবে।

বছর শেষে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement