অমিতাভের সঙ্গে সময় কাটাতে ছবির অফার ছেড়েছিলেন রেখা!

অমিতাভের সঙ্গে সময় কাটাবেন বলে শুটিং রি-শিডিউল করতে বাধ্য করেছিলেন রেখা! এমনকী ভাল ছবির অফার ছেড়ে দিতেও পিছ-পা হন না সুন্দরী। এত দিন পর এমনই বিস্ফোরক দাবি করেছেন ৮০-এর দশকের পরিচালক তথা অভিনেতা রণজিত্।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১৯:৩৭
Share:

অমিতাভের সঙ্গে সময় কাটাবেন বলে শুটিং রি-শিডিউল করতে বাধ্য করেছিলেন রেখা! এমনকী ভাল ছবির অফার ছেড়ে দিতেও পিছ-পা হন না সুন্দরী। এত দিন পর এমনই বিস্ফোরক দাবি করেছেন ৮০-এর দশকের পরিচালক তথা অভিনেতা রণজিত্। তাঁর দাবি, ‘করনামা’ ছবির জন্য রেখা, ধর্মেন্দ্র এবং জয়াপ্রদাকে কাস্ট করেছিলেন রণজিত্। সেই ছবিরই শুটিং শিডিউল বদলাতে বলেছিলেন রেখা। কারণ তখন অমিতাভের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। রণজিত্ রেখার প্রস্তাবে রাজি হননি। তাতে রেগে গিয়ে ছবি সই করে আগাম নেওয়া টাকাও ফিরিয়ে দেন নায়িকা!

Advertisement

ঠিক কী ঘটেছিল?

রণজিতের কথায়, ‘‘একটা গোটা বিকেল রেখার শুটিং ছিল। কিন্তু রেখা জোর করতে থাকেন। ওই শুটিং সকালে সেরে ফেলার জন্য চাপ দেন। সকালে করতে গেলে আবার ধর্মেন্দ্রকে পাওয়া যেত না। তাই আমি রাজি হইনি।’’ এর পরই অগ্রিম টাকা ফিরিয়ে দেন রেখা। তবে ধর্মেন্দ্র রেখার চরিত্রের জন্য অনিতা রাজকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফারাহ, কিমি কাতকর এবং বিনোদ খন্নাকে নিয়ে ছবিটি তৈরি করেন পরিচালক।

Advertisement

সব মিলিয়ে রণজিতের মন্তব্যের পর অমিতাভ-রেখার অফস্ক্রিন রোমান্স নিয়ে ফের আলোচনায় মেতেছেন বলিউড। একাংশ বলছেন, যা রটে তার কিছু তো বটে! সে সময় তাঁদের রোমান্স নিয়ে যে গসিপ ছড়িয়েছিল তাকেই যেন ফের শিরোনামে তুলে নিয়ে এলেন রণজিত্।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement