hina khan

সম্পর্কের ১৩ বছর পরে বিয়ে, স্বামী রকির সঙ্গে শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়ে অকপট হিনা

বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন হিনা, দাম্পত্যজীবনে শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়ে খোলামেলা অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪
Share:

(বাঁ দিকে) হিনা খান, (ডান দিকে) রকি জসওয়াল। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী হিনা খান। যদিও রোগ কোনও ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনাকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসা চলছে। এর মাঝে ১৩ বছরের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা। বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন হিনা। দাম্পত্যজীবনে শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়েও অকপট অভিনেত্রী।

Advertisement

রকির সঙ্গে তাঁর এই বিয়ে নিয়ে নানা কথা উঠেছে। কিন্তু হিনা বরাবর বলে এসেছেন, তাঁর দীর্ঘ যন্ত্রণা, ঘুমহীন রাতের যত্ন নিয়েছেন রকিই। তাঁর স্বপ্নের রাজপুত্র রকিই। কিন্তু রাজপুত্র হলেই যে নিখুঁত হবে তেমন কথা কেউ দেয়নি। হিনা সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, কাগজে হাতে লিখে ঘুমন্ত স্ত্রীকে ‘আই লভ ইউ’ লিখে কাজে বেরিয়েছেন। হিনা সকালে উঠে জানান, প্রায়শই এমনটা করেন রকি। তবে সম্পর্কে মনের সঙ্গে জড়িয়ে থাকে কামনাবাসনা। এই প্রসঙ্গে হিনা বলেন, ‘‘শারীরিক সম্পর্ক একটা সময় পর পিছনে চলে যায়। তার নেপথ্য থাকে হরমোনের পরিবর্তন, কাজের চাপ, বাড়ির সংসারের দায়িত্ব, স্বাস্থ্য। সব মিলিয়ে শারীরিক সম্পর্ক সব সময় প্রাধান্য পায় না। আর প্রচুর ঝড় পেরিয়ে যখন আপনি ১৩ বছর একটা সম্পর্কে কাটিয়ে দেন তখন শারীরিক সম্পর্কের থেকে মানসিক টানটাই বেশি অনুভব করি।’’ তবে শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে নারাজ হিনা। অভিনেত্রীর কথায়, ‘‘ভালবাসা বহিঃপ্রকাশের যে ছোট ছোট জিনিস রকি করে, সেটাই আমার জন্য যথেষ্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement