এই মডেল এখন সন্ন্যাসিনী!

সোফিয়া হায়াতকে মনে আছে? বিগ বস ৭-এর ওয়াইল্ড কার্ড এন্ট্রি সোফিয়ার সঙ্গে আরমান কোহলির তু-তু ম্যায়-ম্যায় ভুলে যায়নি নিশ্চয়ই! তা ছাড়া, রোহিত শর্মার প্রাক্তন গার্লফ্রেন্ড সোফিয়া তো এক সময় নিয়মিত ছিলেন পেজ থ্রি-র পাতায়। ওয়ান ডে-তে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ড গড়ার পর নিজের ন্যুড ফোটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৭:২১
Share:

বৃষ্টিভেজা

সোফিয়া হায়াতকে মনে আছে? বিগ বস ৭-এর ওয়াইল্ড কার্ড এন্ট্রি সোফিয়ার সঙ্গে আরমান কোহলির তু-তু ম্যায়-ম্যায় ভুলে যায়নি নিশ্চয়ই! তা ছাড়া, রোহিত শর্মার প্রাক্তন গার্লফ্রেন্ড সোফিয়া তো এক সময় নিয়মিত ছিলেন পেজ থ্রি-র পাতায়। ওয়ান ডে-তে রোহিত সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ড গড়ার পর নিজের ন্যুড ফোটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছিলেন তিনি। মডেলিং, অভিনয় এমনকী গানেও হাত পাকানোর চেষ্টা করেছিলেন ‘ভোগ ইতালিয়া’ পত্রিকার এই কার্ভি আইকন শিরোপা বিজেতা। তা সেই সোফিয়াই ফের উৎসাহীদের আলোচনায়। সব ছেড়েছুড়ে এ তিনি নান হলেন। ইনস্টাগ্রামে নান সোফিয়ার ছবিই পোস্ট করলেন ব্রিটিশ নাগরিক সোফিয়া। তাঁর নতুন নামকরণ হয়েছে গাইয়া সোফিয়া মাদার।

Advertisement

এখনও যদি আপনাদের মনে না পড়ে সোফিয়ার কথা তবে চোখ রাখুন গ্যালারির পাতায়। দেখে নিন সোফিয়াকে।

আরও পড়ুন

Advertisement

রোহিতের বিয়েতে অখুশি সোফিয়া

আরও দেখুন

কে এই সোফিয়া?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement