Celebrity Controversy

চেহারা কঙ্কালসার! বিয়ে ভাঙছে জাস্টিন বিবারের, গায়ককে কত খোরপোশ দিতে হবে, জানেন?

দিন কয়েক ধরেই জাস্টিনের একটি ছবি চর্চায়। ছবিতে গায়কের চেহারা কঙ্কালসার! কেন তিনি বিপর্যস্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪২
Share:

বিচ্ছেদের পথে জাস্টিন-হেইলি বিবার? ছবি: সংগৃহীত।

ভাল নেই জাস্টিন বিবার। তাঁর সাম্প্রতিকতম একটি ছবিই সে কথা বলছে। কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গিয়েছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য! গায়ক যে শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত, এই ছবি সেই সাক্ষ্যই বহন করছে। কী হয়েছে তাঁর?

Advertisement

এর পরেই গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যমগুলি। তা থেকেই জানা গিয়েছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাঁকে ডাকা হতে পারে। সত্যিই তাঁকে ডাকা হলে বিষয়টি তাঁর পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে! তাঁর পোশাক, চুল ভীষণ অবিন্যস্ত। দুই, এই কারণেই হেইলি বিবারের সঙ্গে গায়কের ছ’বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে! গায়কের স্ত্রী জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।

খবর ছড়াতেই জাস্টিনের অনুরাগীদেরও মনখারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনও মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রসঙ্গত, মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলে জ্যাককে নিয়ে তাঁর আর হেইলির সুখের সংসার ছিল। আরও খবর, ইতিমধ্যেই হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। জানা গিয়েছে, সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ চাইতে পারেন। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামীদের মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট, দাবি বিবার-অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement