Rhea Chakraborty

মাত্র এক বছরের মধ্যে কোটি কোটি টাকা আয়! কী ভাবে অভিনয় ছেড়ে ব্যবসায়ী হলেন রিয়া?

সমস্ত অভিযোগের খাঁড়া মাথা থেকে নামার পরেও আর বলিউডে ফেরার চেষ্টা করেননি তিনি। তার বদলে ব্যবসায় মন দিয়েছেন তিনি। মাত্র এক বছরে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন রিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭
Share:

মাত্র এক বছরে কোটি কোটি টাকার আয়। ছবি: সংগৃহীত।

অভিনয় ছেড়েছেন। কিন্তু তাও কোটি কোটি টাকার মালকিন রিয়া চক্রবর্তী। কী ভাবে ব্যবসার দুনিয়ায় পা রেখে নিজের জমি শক্ত করলেন তিনি?

Advertisement

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল রিয়াকে। নানা রকমের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে সেই অভিযোগ ও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন রিয়া। কিন্তু সমস্ত অভিযোগের খাঁড়া মাথা থেকে নামার পরেও আর বলিউডে ফেরার চেষ্টা করেননি তিনি। তার বদলে ব্যবসায় মন দিয়েছেন রিয়া। মাত্র এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন রিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ নিয়ে কথা বলেন রিয়া। সমস্ত রকমের অভিযোগ থেকে নিষ্পত্তি মেলার পরে তিনি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন বলে জানান। তাই নিজের ব্র্যান্ডের নাম এমন দিয়েছেন। মাত্র এক বছরে এই সংস্থা ৪০ কোটি টাকা আয় করে ফেলেছে বলে জানান রিয়া।

Advertisement

পোশাক ব্যবসার পাশাপাশি পডকাস্টও চালিয়ে যান রিয়া। তাঁর পডকাস্টে ইতিমধ্যেই বহু তারকা এসেছেন। সেই পডকাস্টের মাধ্যমে নিজের ব্র্যান্ডের প্রচার সেরেছেন রিয়া। জানা যাচ্ছে, তাঁর ব্র্যান্ডে ডেনিম প্যান্টের দাম ৫৫০০ টাকা। সাদা রঙের টি-শার্টের দাম ২২৯০ টাকা। কো-অর্ড সেটের দাম ৭৯৯০ টাকার আশেপাশে বলে জানা গিয়েছে।

কী ভাবে ব্যবসায় এই সাফল্য? রিয়া জানান, সুশান্তের ঘটনার পরে খুবই ভেঙে পড়েছিলেন তিনি। তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, পোশাকের ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। মধ্যবিত্ত মানুষের বাজারই ছিল তাঁর লক্ষ্য। ২০২৪ সালের অগস্টে অনলাইন স্টোর শুরু করেন তিনি। এর পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বিপণী সংস্থাও খোলেন অভিনেত্রী। এক বছরের মধ্যে ৪০ কোটি টাকা আয় হওয়ার কথা রিয়া নিজেই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement