Rhea Chakraborty

‘কী ভেবেছিলেন ভয় পেয়ে যাব?’, ক্যামেরার সামনে ফিরতেই রিয়ার চ্যালেঞ্জ, কোথায় দেখা যাবে তাঁকে?

সুশান্তের মৃত্যুর প্রায় তিন বছর পার। এ বার ক্যামেরার সামনে ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী, কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২০:৫১
Share:

সুশান্তের মৃত্যর তিন বছর পর ফের ক্যামেরার সামনে রিয়া। — ফাইল চিত্র।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর হাজার বিতর্ক তাঁকে ঘিরে। অভিনেতার মৃত্যুর পর হাজতবাস হয় রিয়া চক্রবর্তীর। মাঝে প্রায় ৩ বছর কোনও কাজ করতে দেখা যায়নি তাঁকে। এ বার স্ব-মহিমায় ফিরছেন তিনি। ক্যামেরার সামনে আসতেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেত্রী। বললেন, ‘‘কী ভেবেছিলেন আপনার আমি আর ফিরব না?’’

Advertisement

সুশান্তের মৃত্যুর পর ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়। অভিনেতার মৃত্যুর পর রিয়ার উপর আঙুল তোলেন সুশান্তের পরিবার। তবে বিতর্ককে দূরে সরিয়ে সুশান্তের মৃত্যুর প্রায় ৩ বছর পর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতার প্রেমিকা রিয়া। ‘রোডিজ’-এর ১৯তম সিজনে গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সংশ্লিষ্ট চ্যানেলের হাত ধরেই রিয়ার কেরিয়ারের শুরু। এ বার ফের নিজের জীবনের নতুন পর্ব শুরু করছেন ওই চ্যানেলেরই হাত ধরে। একাধিক শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন তিনি। এ ছাড়াও মহেশ ভট্টের পরিচালনা ‘জলেবি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে। সুশান্তের মৃত্যুর পর সব ওলাটপালট হয়ে যায়। অন্তরালে চলে যান তিনি।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘কী ভেবেছিলেন আমি ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় পাবে এ বার অন্য কেউ।’’ চলতি সিজনে রোডিজ-এর একেবারে ভোলবদল হতে চলেছে। রণবিজয়ের সিংহের জায়গা নিচ্ছেন সোনু সুদ। বদলে যাচ্ছে গ্যাং লিডাররাও শুধু থাকছেন প্রিন্স নারুলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement