মৃত্যু মুখে রিচা চড্ডা

মৃত্যুর অভিজ্ঞতা এ মুহূর্তে ঘিরে রয়েছে নায়িকা রিচা চড্ডাকে। শ্মশানে আবর্তিত হচ্ছে তাঁর দিন-রাত। রিচার এ অবস্থার জন্য সাফ সাফ আঙুল তোলা যায় এক প্রযোজক আর এক পরিচালকের দিকে। তাঁরা অনুরাগ কাশ্যপ আর নীরজ ঘেবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:০৩
Share:

মৃত্যুর অভিজ্ঞতা এ মুহূর্তে ঘিরে রয়েছে নায়িকা রিচা চড্ডাকে। শ্মশানে আবর্তিত হচ্ছে তাঁর দিন-রাত। রিচার এ অবস্থার জন্য সাফ সাফ আঙুল তোলা যায় এক প্রযোজক আর এক পরিচালকের দিকে। তাঁরা অনুরাগ কাশ্যপ আর নীরজ ঘেবন।

Advertisement

আসলে, অনুরাগ কাশ্যপের প্রযোজনায় নীরজ ঘেবন পরিচালিত ছবি ‘মশান’ শিগগিরি মুক্তি পেতে চলেছে। ছবির কাহিনিকার বরুণ গ্রোভার জানি়য়েছেন, বেনারসের কথ্যভাষায় ‘মশান’ শব্দটি ‘শ্মশান’-এরই নামান্তর। এই ছবির কাহিনিতে জীবন ও মৃত্যুর বার বার আবর্তনকে দেখার প্রয়াস রয়েছে। এই ছবি বেনারসের পটভূমিকায় তোলা। ছবিতে দেবী নামের এক নির্দোষ অথচ বিপন্ন মেয়ের চরিত্রে রয়েছেন রিচা। এই দুরূহ চরিত্র এবং ছবির মূল সুরটিকে ধরার জন্য বেশ কিছু ফরাসি এবং ইরানি সিনেমা দেখেছেন তিনি। আর ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ করার সুবাদে বেনারসের জীবনের অভিজ্ঞতা তাঁর ছিলই। এই ছবিতে দু’টি সমান্তরাল কাহিনি রয়েছে, যার চরিত্ররা ছোট শহরের দমচাপা নৈতিক ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে চায়। কোথাও এই কাহিনি দু’টি মিশেও যায় পরস্পরের সঙ্গে।

ছবির কাহিনি বেশ টানটান লাগছে তো? আসলে কাহিনিই এ ছবির নায়ক, বলছেন খোদ নায়িকা। সেই জন্যই হয়ত ‘মশান’-এ পরিচিত মুখের একটু অভাব রয়েছে। একমাত্র রিচা চড্ডাই বোধ হয় এই ছবির কুশীলবদের মধ্যে একটু বেশি জনপ্রিয়। এ বছর কান চলচিত্র উৎসবে ‘মশান’-এর প্রিমিয়ার হয়েছে। কান-এ এক ইন্দো-ফরাসি প্রোডাকশনের এই ছবিটি কেবল প্রশংসিতই হয়নি, দু’টি পুরস্কারও পেয়েছে। ইন্টারন্যাশনাল জুরি অব ফিল্ম ক্রিটিকস প্রাইজ এবং প্রমিসিং ফিউচার প্রাইজ প্রাপ্ত এ ছবিতে রিচা ছাড়া রয়েছেন সঞ্জয় মিশ্র, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন