Rimi Sen

দুবাই গিয়ে মুখচোখের আকার বদলেছে অভিনেত্রীর, শরীরে কতগুলি অস্ত্রোপচার করিয়েছেন রিমি সেন?

দুবাইয়ে গিয়ে লাবণ্য হারিয়েছেন রিমি সেন, দাবি অনুরাগীদের। এ বার নিজের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন রিমি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:৩১
Share:

রিমি সেন। ছবি: সংগৃহীত।

‘হাঙ্গামা’, ‘গরম মশলা’, ‘কিঁউ কি’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘হ্যাটট্রিক’, ‘জনি গদ্দার’, ‘দে তালি’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন রিমি সেন। এক দশক ধরে বলিপাড়ায় কাজ করলেও হঠাৎ করেই ছবির সংখ্যা কমে যেতে থাকে তাঁর। সেই সময় দুবাই চলে যান রিমি। সেখানে ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। সেখানে এখন নিজস্ব সংস্থা রয়েছে রিমির। কিন্তু সেখানে গিয়ে নাকি লাবণ্য হারিয়েছেন অভিনেত্রী, দাবি অনুরাগীদের। এ বার নিজের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন রিমি।

Advertisement

এক সময়ে পর্দার পরিচিত মুখ ছিলেন রিমি। কিন্তু এখন রিমির ছবি দেখলে চিনতে পারাই দায়। তাঁর নাকের আকার, ঠোঁটের গড়ন— সবই যেন বদলে গিয়েছে। নেটাগরিকদের কটাক্ষ, ‘‘মুখে দেড় কেজি প্লাস্টিক ভরে দিয়েছেন যেন!’’ কেউ কেউ আবার সরাসরি দাবি করেছেন, অভিনেত্রী নাকি অস্ত্রোপচার করিয়ে সত্যিই মুখের গড়ন বদলে ফেলেছেন। যদিও রিমি সাফ জানান, তিনি যৌবন ধরে রাখার জন্য অনেক কিছুই করেছেন, তবে অস্ত্রোপচার করাননি কখনও। রিমি বলেন, ‘‘আমি বোটক্স, ফিলার ও পিআরপি ট্রিটমেন্ট করিয়েছি। এর থেকে বেশি কিছু নয়। ‘প্লাস্টিক সার্জারি’ করা অপ্রয়োজনীয়। কারণ আমার মনে হয়, যেন কোনও অপরাধ করার পরে নিজের অস্তিত্ব বদলে দিতে চাইছে কেউ।’’

রিমির কথা শোনার পরেও যদিও সমালোচনা কমেনি। কেউ বলেছেন, ‘‘রিমি সেন থেকে শেফালী জরিওয়ালা হয়ে গিয়েছ।’’ কেউ আবার উপদেশ দিয়েছেন, তিনি যাতে আগের রূপে ফিরে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement