Entertainment News

বিনোদের শেষকৃত্যে অনুপস্থিত নতুন প্রজন্মের তারকাদের ‘চামচা’ বললেন ঋষি

গতকাল প্রয়াত হয়েছেন বিনোদ খন্না। তাঁর শেষযাত্রায় অমিতাভ বচ্চন, ঋষি কপূর, ড্যানি, কবীর বেদী, সরোজ খান-সহ এক ঝাঁক বলিউডি ব্যক্তিত্ব হাজির ছিলেন। কিন্তু এই প্রজন্মের প্রায় কোনও তারকারই দেখা মেলেনি। তা নিয়েই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ঋষি কপূর।

Advertisement

সংবাজ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৪:৩২
Share:

গতকাল প্রয়াত হয়েছেন বিনোদ খন্না। তাঁর শেষযাত্রায় অমিতাভ বচ্চন, ঋষি কপূর, ড্যানি, কবীর বেদী, সরোজ খান-সহ এক ঝাঁক বলিউডি ব্যক্তিত্ব হাজির ছিলেন। কিন্তু এই প্রজন্মের প্রায় কোনও তারকারই দেখা মেলেনি। তা নিয়েই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ঋষি কপূর। অথচ তার আগের রাতেই প্রিয়ঙ্কা চোপড়ার পার্টিতে হাজির হয়েছিলেন বি-টাউনের প্রথম সারির প্রায় সব তারকাই। বিনোদের ম়ৃত্যুতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন তাঁরা। ওঁর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন মনে করেননি বলে মত ঋষির। তাঁর ক্ষোভ, এই তথাকথিত তারকারা ‘চামচা’ প্রকৃতির। পার্টিতে যেতে পারেন, অথচ কারও শেষযাত্রায় উপস্থিত হতে পারেন না। এঁদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘দিলওয়ালে’, সলমন খানের সঙ্গে ‘দাবাং’-এ অভিনয় করেছিলেন বিনোদ। কিন্তু তাঁর শেষযাত্রায় ছিলেন না এঁদের কেউই। বরং অমিতাভের সঙ্গে হাজির ছিলেন অভিষেক বচ্চন।

Advertisement

আরও পড়ুন, কখনও কখনও অমিতাভের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছেন

ঋষি কপুরের কথায় “এখন তো মনে হচ্ছে মরার আগে আমারও প্রস্তুতি নেওয়া দরকার। কেউ আমাকে কাঁধ দেবে না। আজকের তথাকথিত তারকাদের প্রতি রাগ হচ্ছে। গত রাতে তো প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে যোগ দিয়েছিলেন অনেকে। তাঁদেরও দেখা গেল না।’’ '

Advertisement

ঋষি কপুরের কথায় “এখন তো মনে হচ্ছে মরার আগে আমারও প্রস্তুতি নেওয়া দরকার। কেউ আমাকে কাঁধ দেবে না। আজকের তথাকথিত তারকাদের প্রতি রাগ হচ্ছে। গত রাতে তো প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে যোগ দিয়েছিলেন অনেকে। তাঁদেরও দেখা গেল না।’’

আরও পড়ুন, ‘তোমাকে মিস করব অমর’, টুইটারে বিনোদ স্মরণ

তবে গতকাল বিনোদের শেষযাত্রায় অনুপস্থিত ছিলেন ঋষির ছেলে রণবীর কপূর। সেই প্রশ্ন উঠলে তিনি জানান রণবীর ও তাঁর স্ত্রী নীতু বিদেশে থাকার কারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। ? '

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন