Entertainment News

শ্রীদেবীর মৃত্যুর পর কেন হঠাত্ রেগে গেলেন ঋষি কপূর?

রবিবার বিকেলে টুইটে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন ঋষি। তিনি লেখেন, ‘কয়েক মুহূর্তের মধ্যে শ্রীদেবী ‘বডি’ হয়ে গেল কী ভাবে? সব টেলিভিশন চ্যানেল রিপোর্টে বলছে, মুম্বইয়ে বডি নিয়ে আসা হবে!…’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৪
Share:

শ্রীদেবী। ইনসেটে ঋষি কপূর।

কোনও ভাবেই প্রিয় অভিনেত্রী তথা প্রিয় কলিগ শ্রীদেবীর আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না ঋষি কপূর। রবিবারই শ্রীদেবীর পরিবারের প্রতি সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে হঠাত্ই রেগে গেলেন অভিনেতা।

Advertisement

রবিবার বিকেলে টুইটে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন ঋষি। তিনি লেখেন, ‘কয়েক মুহূর্তের মধ্যে শ্রীদেবী ‘বডি’ হয়ে গেল কী ভাবে? সব টেলিভিশন চ্যানেল রিপোর্টে বলছে, মুম্বইয়ে বডি নিয়ে আসা হবে!…’

এখানেই উঠছে প্রশ্ন। বিভিন্ন মহলের মতে, মৃত্যুর পর সকলেই মরদেহ হয়ে যান। আর ‘বডি’ অথবা ‘মরদেহ’ এ সবই খুব চলতি শব্দ। কোনওভাবেই কোনও ব্যক্তিত্বকে অপমানের উদ্দেশ্যে এই শব্দ ব্যবহার করা হয় না। সেটা কি ঋষি বুঝতে পারেননি? আবার কোনও কোনও মহলের মতে, মৃত্যুর পর প্রিয়জনের সম্পর্কে এ ধরনের শব্দ শুনতে ভাল লাগে না। সে কারণেই হয়তো সোশ্যাল মিডিয়ায় রিঅ্যাক্ট করেছেন ঋষি।

Advertisement

আরও পড়ুন, ‘দাদাগিরিতে শেষ দেখা, বিশ্বাস করতে পারছি না’

তবে এর আগে বিনোদ খন্নার মৃত্যুর পরও টুইট করেছিলেন ঋষি। সে বার বলিউডের তরুণ ব্রিগেড কেন বিনোদকে শ্রদ্ধা জানাতে যাননি সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর ঋষির তোপের মুখে এ বার মিডিয়া। “”? “ !” ??

তবে এর আগে বিনোদ খন্নার মৃত্যুর পরও টুইট করেছিলেন ঋষি। সে বার বলিউডের তরুণ ব্রিগেড কেন বিনোদকে শ্রদ্ধা জানাতে যাননি সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর ঋষির তোপের মুখে এ বার মিডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement