Entertainment News

শেষ হতে চলেছে ‘কুসুম দোলা’, এ বার কী করবেন ঋষি?

দীর্ঘ দু’বছর দর্শকদের মনোরঞ্জন করার পর আগামী রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এর পর? ঠিক কী প্ল্যান রয়েছে ঋষির?

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ১৪:০৮
Share:

‘কুসুম দোলা’র একটি দৃশ্যে অভিনেতা।

‘রণ’। অভিনেতা ঋষি কৌশিককে গত দু’বছর এই নামেই চিনতেন বাংলা টেলিভিশনের দর্শক। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা।’

Advertisement

দীর্ঘ দু’বছর দর্শকদের মনোরঞ্জন করার পর আগামী রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এর পর? ঠিক কী প্ল্যান রয়েছে ঋষির?

গত বৃহস্পতিবার ‘কুসুম দোলা’র শেষ শুটিং করেছেন অভিনেতা। শুক্রবার সকাল থেকেই ছুটির মেজাজে তিনি। ঋষির কথায়, ‘‘এ বার ছুটি। বাইক ট্রিপে বেরিয়ে পড়ব। এ বার অসম পর্যন্ত যাওয়ার ইচ্ছে রয়েছে।’’ বাইকে চড়ে দীর্ঘ পথ পেরনো ঋষির নেশা। এ বার তাতেই মন দিতে চান তিনি।

Advertisement

এই মুহূর্তে আর কোনও মেগায় সই করেননি ঋষি। আসন্ন পুজোর জন্য কিছু ছোট ছোট কাজ করছেন। তবে কয়েক মাস ছুটি কাটানোর পর ফের মেগায় ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। সপরিবারে দক্ষিণ ভারতও বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, ফ্ল্যাট নম্বর..., কী করছেন আবির আর তনুশ্রী?

দীর্ঘ দু’বছর ‘কুসুম দোলা’ টিমের সঙ্গে জড়িয়ে ছিলেন। শুটিং শেষ। কিছুটা কি মনখারাপ? ঋষি বললেন, ‘‘এই হাউজের সঙ্গেই আগের কাজ অর্থাত্ ‘ইষ্টি কুটুম’ করেছিলাম। চার বছর দু’মাস চলেছিল ওটা। ফলে ‘কুসুম দোলা’তেও আমার অনেকেই পরিচিত ছিলেন। ইটস্ আ ওয়ান্ডারফুল জার্নি। গতকাল শেষ শুটিং ছিল। আমি সেটটা দেখে ভাবছিলাম এখানে কী ভাবে দু’বছর কেটে গেল, বুঝতেই পারলাম না।’’

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement