প্রিয়ঙ্কার শোয়ে বক্তা ঋতাভরী

সিনেমা, গান, প্রযোজনার ফাঁকে প্রিয়ঙ্কা মাঝেমধ্যেই অন্য রকম কিছু করার চেষ্টা করেন। ‘#সোশ্যালফরগুড’ তাঁর এই রকমই একটা প্রচেষ্টা। ২৭ নভেম্বর ফেসবুক লাইভে হবে এই আলোচনা সভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০০:০২
Share:

ঋতাভরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে পাওয়া।

ফেসবুক এবং প্রিয়ঙ্কা চোপড়ার যৌথ উদ্যোগে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। ফেসবুকে লাইভ হবে এই আলোচনা সভা। সেখানে কলকাতার প্রতিনিধি ঋতাভরী চক্রবর্তী। বাকি বক্তাদের তালিকাও কিন্তু বেশ চমকপ্রদ। ঈশান খট্টর-জাহ্নবী কপূর, ভূবন বাম-মল্লিকা দুয়া থাকছেন প্যানেলে। ঋতাভরীর সঙ্গী বক্তা গুরমেহের কউর। এই আলোচনা সভার সঞ্চালনা করবেন প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

সিনেমা, গান, প্রযোজনার ফাঁকে প্রিয়ঙ্কা মাঝেমধ্যেই অন্য রকম কিছু করার চেষ্টা করেন। ‘#সোশ্যালফরগুড’ তাঁর এই রকমই একটা প্রচেষ্টা। ২৭ নভেম্বর ফেসবুক লাইভে হবে এই আলোচনা সভা। ডিসেম্বরের প্রথম দিনেই প্রিয়ঙ্কার বিয়ে। তাঁর আগে এই সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন নায়িকা!

ঋতাভরীও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজসেবা করে থাকেন। ফেসবুক থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রিয়ঙ্কা নিজের তরফ থেকে আলোচনায় অংশগ্রহণকারীদের একটি হ্যান্ডনোট এবং উপহার পাঠিয়েছিলেন। ‘‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাল কাজও হচ্ছে। সচেতনতা প্রসারের একটা মাধ্যমও বটে। এই ফেসবুক লাইভের বিষয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী ভাবে ভাল কাজ হয় বা করা যায়,’’ বলছিলেন ঋতাভরী। অনুষ্ঠানের দিনই প্রিয়ঙ্কার সঙ্গে দেখা হবে তাঁর। সে ব্যাপারে বেশ উত্তেজিত তিনি!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন