ঋতাভরীর নতুন কেরিয়ার?

অভিনেত্রী হিসেবে তাঁকে চেনেন দর্শকরা। এ বার মুকুটে যোগ হবে প্রযোজকের পালকও। তিনি ঋতাভরী চক্রবর্তী। বলিউডি গীতিকার সানন্দ কিরকিরের লেখা গানের একটি নতুন মিউজিক ভিডিওর প্রযোজক তিনি। অরিন্দম শীলের পরিচালনায় এই ভিডিওতে অভিনয়ও করবেন নায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৯
Share:

অভিনেত্রী হিসেবে তাঁকে চেনেন দর্শকরা। এ বার মুকুটে যোগ হবে প্রযোজকের পালকও। তিনি ঋতাভরী চক্রবর্তী। বলিউডি গীতিকার সানন্দ কিরকিরের লেখা গানের একটি নতুন মিউজিক ভিডিওর প্রযোজক তিনি। অরিন্দম শীলের পরিচালনায় এই ভিডিওতে অভিনয়ও করবেন নায়িকা।

Advertisement

পাশাপাশি এই ভিডিওর হাত ধরেই চন্দ্রবিন্দুর ফের বি-টাউনে কাজ করবে। সানন্দ কিরকিরের লেখা গানে সুর করবে এই বাংলা ব্যান্ডই। বাংলা, হিন্দি দু’ভাষাতেই তৈরি হবে ভিডিওটি। জানা গিয়েছে, হিন্দি ভাষায় গানটি সানন্দ লিখলেও বাংলায় লিখবেন চন্দ্রবিন্দুর সদস্যরা। বাংলা ভাষায় গাইবেনও তাঁরা। কিন্তু হিন্দি গানটি কে গাইবেন তা এখনও ঠিক হয়নি। তবে টিম চন্দ্রবিন্দুর প্রথম পছন্দ অনুপম।

ঋতাভরীর সঙ্গে এই ভিডিওতে অভিনয় করবেন বলিউডের কোনও পরিচিত মুখ। কিন্তু তিনি কে সে বিষয়ে এখনও মুখে কুলুপ ইন্ডাস্ট্রির। তবে শোনা যাচ্ছে ইমরান খান বা পূরব কোহলির বিপরীতে অভিনয় করবেন ঋতাভরী। পরবর্তী কালে এই ভিডিও থেকে বি়জ্ঞাপনী ছবিও তৈরি হতে পারে।

Advertisement

আরও পড়ুন

ওগো সাহসিনী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement