Entertainment News

‘জানি না কেন ঈশ্বর এত নিষ্ঠুর হলেন? ’

শ্রীদেবী… আমাদের ভালবাসা…। আমরা তো বড়ই হলাম শ্রীদেবীর ‘সদমা’, ‘হিম্মতওয়ালা’, ‘মিস্টার ইন্ডিয়া’র মতো ছবি দেখে।

Advertisement

ঋতুপর্ণা সেনগুপ্ত

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯
Share:

শ্রীদেবী। ইনসেটে ঋতুপর্ণা সেনগুপ্ত।

কাল রাতে লস অ্যাঞ্জেলসে পৌঁছেছি। এখানে আমার তিনটে ছবি, ‘রাজকাহিনি’, ‘পতি পরমেশ্বর’ আর ‘বারান্দা’র স্ক্রিনিং রয়েছে। সেই কাজেই এসেছি। হঠাত্ই শ্রীদেবীর চলে যাওয়ার খবরটা শুনলাম। এমন একটা আকস্মিক ঘটনা যে হতে পারে, তার কোনও প্রস্তুতি ছিল না।আমি তো বিশ্বাসই করতে পারছি না।

Advertisement

শ্রীদেবী… আমাদের ভালবাসা…। এমন একটা মানুষ চলে গেলেন, যার তুলনা তিনি নিজেই। আমরা তো বড়ই হলাম শ্রীদেবীর ‘সদমা’, ‘হিম্মতওয়ালা’, ‘মিস্টার ইন্ডিয়া’র মতো ছবি দেখে। শ্রীদেবীর সিনেমা মানেই ছিল আমাদের কাছে গিফট। যখনই স্ক্রিনে এসেছেন তখনই অসাধারণ। অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি হয়েছে। সে সব কি ভোলা যায়? প্রত্যেকটা অনুভূতিতে সব কটা ছবি জীবন্ত হতে উঠত।

কী মর্মান্তিক, কী বেদনাদায়ক— আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। শ্রীদেবী এমন এক ব্যক্তিত্ব যাঁর ট্যালেন্টের কোনও পরিমাপ করা সম্ভব নয়। আসাধারণ সুন্দরী। ভারতীয় সিনেমায় যত সুন্দরী এসেছেন, হয়তো তাঁদের মধ্যে শ্রেষ্ঠ। এক কথায় আমাদের স্বপ্নের নারী।

Advertisement

আরও পড়ুন, শোকস্তব্ধ শ্রী-হীন বলিউড

আরও পড়ুন, দেখুন মৃত্যুর আগে বিয়েবাড়িতে শ্রীদেবীর শেষ ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement