প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-র জন্য হল নেই!

যদি একান্তই শো না মেলে, তা হলে আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হবে বলেই জানালেন পরিচালক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪১
Share:

ছবির দৃশ্য

ছবির মুখ ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়। অথচ কলকাতা শহরের বুকে একটাও হল পেল না প্রদীপ্ত ভট্টাচার্যের আগামী ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। ২০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শুক্রবার এই ছবি মুক্তি পাওয়ার কথা। বুধবার রাতে যে হল লিস্ট এসে পৌঁছেছে নির্মাতাদের কাছে, সেখানে রয়েছে ত্রিপুরা, কোচবিহার, শিলিগুড়ির কয়েকটি হলের নাম! শহরের উপকণ্ঠে সোদপুর এবং বারুইপুরের একটি করে হলে জায়গা পেয়েছে ছবিটি। কেন এমন অবস্থা, তাই নিয়ে ধন্দে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত। প্রসঙ্গত, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘গোয়েন্দা জুনিয়র’, ‘১৭ সেপ্টেম্বর’, ‘প্রস্থানম’, ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’, ‘র‌্যাম্বো: লাস্ট ব্লাড’-সহ মোট ১১টি ছবি। প্রতিটিই কমবেশি হল পেয়েছে কলকাতায়। যার মধ্যে কয়েকটি বাংলা ছবি টাকা দিয়ে হল পেয়েছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিগুলিও ভালই চলছে বিভিন্ন হলে। তাই সেই শোগুলিও কমানো যাচ্ছে না। মাল্টিপ্লেক্সের কর্তাদের সঙ্গে আজ সকালে মিটিং হবে প্রদীপ্তর। যদি একান্তই শো না মেলে, তা হলে আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হবে বলেই জানালেন পরিচালক। ‘‘ছবির গানগুলো ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। আমরা কী দোষ করলাম, কে জানে!’’ বললেন প্রদীপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন