অনীকের ছবিতে ঋত্বিক

এর আগেও তিনি সাহিত্যকে বড় পর্দায় নিয়ে এসেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘আশ্চর্য প্রদীপ’ করেছিলেন অনীক দত্ত। তাঁর আগামী ছবিও  সাহিত্যনির্ভর। রমাপদ চৌধুরীর একটি গল্প ভিত্তি করে নতুন ছবি করছেন অনীক। ছবির নাম ‘বরুণবাবুর বন্ধু’। 

Advertisement
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

এই প্রথম অনীকের সঙ্গে কাজ করবেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তীও।

এর আগেও তিনি সাহিত্যকে বড় পর্দায় নিয়ে এসেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘আশ্চর্য প্রদীপ’ করেছিলেন অনীক দত্ত। তাঁর আগামী ছবিও সাহিত্যনির্ভর। রমাপদ চৌধুরীর একটি গল্প ভিত্তি করে নতুন ছবি করছেন অনীক। ছবির নাম ‘বরুণবাবুর বন্ধু’।

Advertisement

আগেই শোনা গিয়েছিল, মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় থাকছেন। চমক রয়েছে অন্যান্য চরিত্রগুলো নিয়েও। এই প্রথম অনীকের সঙ্গে কাজ করবেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তীও। তাঁদেরও প্রথম বার দেখা যাবে অনীকের ছবিতে। তবে কে কোন চরিত্র করছেন, এখনই জানা যাচ্ছে না। অনীক তাঁর ছবির চরিত্রদের নিয়ে সাসপেন্স জিইয়ে রাখতে ভালবাসেন। লেখকের কোন গল্প নিয়ে তাঁর ছবি, সেটাও রহস্য। কারণ নামটা বদলে দিয়েছেন পরিচালক।

অনীকের ‘ভবিষ্যতের ভূত’ মুক্তি পাওয়ার কথা ফেব্রুয়ারিতে। তার আগে জানুয়ারিতেই ‘বরুণবাবুর বন্ধু’র শুটিং শুরু হওয়ার কথা। এই ছবির প্রযোজক সুরিন্দর ফিল্মস। অনীকের সঙ্গে তাদের গাঁটছড়া ইন্ডাস্ট্রির বর্তমান হিসেবেনিকেশের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তো বটেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement