Yuzvendra Chahal

যুজুবেন্দ্রের চর্চিত প্রেমিকা আগেই বলেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর কী করলেন মহওয়াশ?

বেঙ্গালুরু ও পঞ্জাবের মধ্যেই ফাইনাল হবে। মহওয়াশের ভবিষ্যৎদ্বাণী যেন মিলে গেল। এ বার পাল্টা মুম্বই অনুরাগীদের জবাব দিলেন যুজুবেন্দ্রের ‘চর্চিত’ প্রেমিকা মহওয়াশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৩:৩০
Share:

পঞ্জাব ফাইনালে পৌঁছতেই মুম্বই ইন্ডিয়ান্সদের কটাক্ষ মহাওয়াশের! ছবি: সংগৃহীত।

প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে বেতার উপস্থাপক মহওয়াশের সঙ্গে প্রেম করছেন যুজুবেন্দ্র চহল, এমনই জল্পনা শুরু হয়েছে। আইপিএলের মাঝে সেই জল্পনা আরও বেড়েছে। যদিও তাঁরা দু’জনের কেউই অবশ্য স্বীকার করেননি এই সম্পর্কের কথা। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর থেকেই প্রায় প্রতিটি ম্যাচে পঞ্জাব কিংসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে মহওয়াশকে। কোয়ালিফার-১ ম্যাচে পঞ্জাব যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায়, তখন মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীরা মহওয়াশের কমেন্ট বক্সে গিয়ে নানা মন্তব্য করেন। বিড়ম্বনা এড়াতে কমেন্ট বক্স বন্ধ করে দেন মহওয়াশ। যদিও তিনি আগেভাগে জানিয়েছিলেন, বেঙ্গালুরু ও পঞ্জাবের মধ্যেই ফাইনাল হবে। মহওয়াশের ভবিষ্যৎদ্বাণী যেন মিলে গেল। এ বার পাল্টা মুম্বই-অনুরাগীদের জবাব দিলেন যুজুবেন্দ্রের চর্চিত প্রেমিকা।

Advertisement

ইতিমধ্যেই মহওয়াশকে যুজুবেন্দ্রের জন্য ‘পয়া’ বলেছেন অনেকে। কোয়ালিফার-১ ম্যাচে পঞ্জাব বেঙ্গালুরুর কাছে হেরে যায় তখন প্রচুর কটাক্ষের সম্মুখীন হত হয় তাঁকে। তবে কোয়ালিফার-২ ম্যাচে মুম্বইকে হারিয়ে ফাইনালে পৌঁছোতেই কমেন্ট বক্স সবার জন্য খুলে দেন মহওয়াশ। শুধু তাই নয়, তিনি বলেন, ‘‘নাও খুলে দিলাম মন্তব্য বাক্স, তোমাদের জন্য। কারা যেন বলেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্স জিতবে! দুঃখিত তোমাদের জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement