Rajrajeshwari Rani Bhabani

এত গয়না পরে প্রেম! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে ভবানী, রামকান্তের প্রেম নিয়ে চর্চা তুঙ্গে

সম্প্রতি, এক পর্বে দেখানো হয়েছে মাটিতে শুয়ে রয়েছে ভবানী। আর বিছানায় রামকান্ত। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকের নতুন কাহিনি নিয়ে দর্শকের মনে নানা প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:০৭
Share:

রানি ভবানী আর রামকান্তের প্রেমের দৃশ্য নিয়ে সমালোচনা। ছবি: সংগৃহীত।

চড়া রূপটান, বাহারি পোশাক, ঠোঁটে রঙ, কপালে টিপ—হিন্দি ধারাবাহিকের অনেক চরিত্রকে ঠিক এই সাজে রাতে ঘুমিয়েও পড়তে দেখা যায়। এই নিয়ে সমালোচনা, আলোচনাও হয়েছে। এ বার দর্শকের প্রশ্নের মুখে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক। পুরনো সময়ের গল্প, তাই সেই ভাবেই অভিনেতাদের সাজপোশাক তৈরি হয়েছে। নথ, থেকে গলায় তিন-চার রকমের হার পরতে দেখা যাচ্ছে মহিলাদের। যা নিয়ে দর্শকের মনে অনেক প্রশ্ন।

Advertisement

সম্প্রতি, এক পর্বে দেখানো হয়েছে মাটিতে শুয়ে রয়েছে ভবানী। আর বিছানায় রামকান্ত। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। রামকান্ত বার বার তার স্ত্রীকে বলছে বিছানায় আসার জন্য। কিন্তু ভবানী রাজি নয়। শেষে নায়ক উপায় খুঁজে না পেয়ে নিজেই নায়িকাকে কোলে তুলে বিছানায় নিয়ে যাচ্ছে। অন্যান্য কাহিনির মতো এখানেও দেখা যাচ্ছে, নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা। আর সেখানেই খটকা লেগেছে দর্শকের। কারণ, দৃশ্যে দেখানো হচ্ছে গলায় দুটো হার, হাতে একগুচ্ছ চুড়ি, নাকে নথ পরেই শুয়ে রয়েছে ভবানী। তাতেই প্রশ্ন, এত গয়না পরে কী করে প্রেম করছেন নায়িকা? এত গয়না পরে রাতে কী করে ঘুমোচ্ছে ধারাবাহিকের অন্যান্য চরিত্ররা?

সমাজমাধ্যমের পাতায় দর্শকের নানাবিধ প্রশ্ন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে টেলিপাড়ার অভিনেতারা। তাই তাঁরাও যে এই প্রশ্নে খুব গুরুত্ব দিচ্ছেন তা নয়। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কথায়, এখন তাঁরা যাই করুক না কেন তা নিয়েই সমালোচিত হতে হয়। এই ধারাবাহিকে ‘নারায়ণী’ চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। রাণী ভবানীর পিসি শাশুড়ির চরিত্র। তাঁকেও অনেক গয়নায় নিজেকে সাজাতে হয় চরিত্রের স্বার্থে। অরিজিতা যোগ করেন, “যে যুগের কাহিনি দেখানো হচ্ছে তখন রাজা,রানিরাএমনই পোশাক পরতেন। ‘যোধা আকবর’,‘পদ্মাবত’-এর মতো সিনেমায় দেখানো হয়েছিল ভারি লহেঙ্গা পরে সবাই ঘুমোচ্ছে। চিত্রনাট্য অনুযায়ী শিল্পীদের সাজানো হবে। এটাই নিয়ম। তা নিয়েও যদি সমালোচনা হয় কিছু বলার নেই আমার।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement