আবার একসঙ্গে রনিতা-সৌপ্তিক

‘ধন্যি মেয়ে’ ও ‘সোহাগি সিঁদুর’-এর পর রিয়্যাল লাইফ কাপল রনিতা ও সৌপ্তিককে আবার একসঙ্গে দেখা যাবে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ সিরিয়ালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

রনিতা-সৌপ্তিক

‘ধন্যি মেয়ে’ ও ‘সোহাগি সিঁদুর’-এর পর রিয়্যাল লাইফ কাপল রনিতা ও সৌপ্তিককে আবার একসঙ্গে দেখা যাবে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ সিরিয়ালে। এখানে তাঁরা শিব ও পার্বতীর ভূমিকায়। ‘‘এখানে অবশ্য কয়েক দিনের জন্য আমরা অভিনয় করব। এই সিরিয়ালে দেখা যাবে, লক্ষ্মীপ্রিয়া শিবের পুজো করছেন। এর জন্য বৈষ্ণব সমাজ লক্ষ্মীপ্রিয়াকে কড়া নিন্দে করে। বৈষ্ণব হয়ে শিবের পুজো! কিন্তু লক্ষ্মীপ্রিয়া মনে করেন, মন চাইলেই যে কোনও ভগবানের আরাধনা করা যায়। এই প্রসঙ্গেই শিব-পার্বতী আসছেন,’’ বললেন রনিতা। এর আগেও অবশ্য ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’য় মহালয়ার এপিসোডে দুর্গার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিব হিসেবে সৌপ্তিক কেমন? প্রশ্ন শুনে হেসে ফেললেন বাহা ওরফে রনিতা। ‘‘উল্টো দিকের মানুষটি চেনা হলে কাজ করতে সুবিধে হয়। বুঝে নিতে সুবিধে হয়, কখন কোন সংলাপে কী রিঅ্যাকশন দিতে পারে।’’ ‘সোহাগি সিঁদুর’-এর পর আর কোনও মেগায় রনিতাকে দেখা যাচ্ছে না কেন? ‘‘ইচ্ছে করেই এখন মেগার কাজ করছি না।’’ কারণটা কি বড় পরদার জন্য প্রস্তুতি না কি সৌপ্তিকের সঙ্গে বিয়ের প্রস্তুতি? ‘‘না, না। সেটা যখন হবে নিশ্চয় আনন্দ প্লাসকে জানাব,’’ মুচকি হেসে বললেন রনিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement