বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাই কমিশনের বাইরে কড়া প্রহরা। ছবি: পিটিআই।
রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল চট্টগ্রামের ভারতের ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার)। রবিবার আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এই পরিষেবা চট্টগ্রামে বন্ধ থাকবে। দফতর যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছে, তা-ও জানানো হয়েছে ওয়েবসাইটে। গত সপ্তাহে ঢাকার দফতর বেলা ২টোর সময় বন্ধ করে দেওয়া হয়েছিল।
রবিবার আইভ্যাকের তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে (এএইচসিআই) সম্প্রতি যে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে, তার জেরেই এই সিদ্ধান্ত। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে সেই মতো ভিসা আবেদন কেন্দ্র আবার খোলার কথা ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। ওই রাতে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ। ‘বিডিনিউজ ২৪’-এর প্রতিবেদন অনুসারে, সে সময় কয়েক জন চট্টগ্রামের খুলসীতে ভারতীয় উপ হাইকমিশনের সমানে অবস্থান বিক্ষোভ করেন। অভিযোগ, সেখানে বসেই আওয়ামী লীগ এবং ভারত-বিরোধী স্লোগানও দেওয়া হয়। ভারতীয় উপ-হাইকমিশনের দফতর লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীদের হটাতে লাঠি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তেজনা ছড়ায় সিলেটেও। তার পরেই রবিবার চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আইভ্যাক। বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চিকিৎসা করাতে আসেন। ভিসা পরিষেবা বন্ধ হওয়ায় তাঁরা বিপাকে পড়তে পারেন।
গত বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার যমুনায় ভিসা আবেদন কেন্দ্র বেলা ২টোর সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই দিন বাংলাদেশের গণআন্দোলনের সঙ্গে জড়িত বেশ কয়েকটি কর্মসূচির ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচি ছিল। তবে পরের দিন, বৃহস্পতিবার আবার সেই পরিষেবা চালু করা হয়। গত বুধবার বাংলাদেশের দুই শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরের দিন থেকেই তা খুলে যায়।
গণ অধিকার পরিষদ ভারতীয় উপদূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করার পর থেকেই সতর্ক বাংলাদেশের পুলিশ প্রশাসন। ওই সব অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়, শুক্রবার সকাল থেকে সিলেটের ভারতীয় উপদূতাবাসের পাশাপাশি সহকারী হাই কমিশনারের বাসভবন এবং শোভনীঘাট এলাকার ভিসা আবেদন কেন্দ্রেও বসানো হয়েছে কড়া প্রহরা। এই আবহে রবিবার ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করল আইভ্যাক।