Mirakkel

মীরাক্কেল: শ্রীলেখা আউট, পাওলি ইন

তবে নতুন বিচারক পাওলি এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, ‘‘এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না।’’

Advertisement
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০৩:১৭
Share:

পাওলি দাম ও রুদ্রনীল ঘোষ।

ছোট পর্দার বাংলা রিয়্যালিটি শোয়ে একের পর এক বড় পর্দার জনপ্রিয় মুখেরা! ‘মীরাক্কেল—আক্কেল চ্যালেঞ্জার’-এর নতুন সিজ়নে এ বার বিচারকের আসনে দেখা যাবে রুদ্রনীল ঘোষ, পাওলি দাম ও সোহম চক্রবর্তীকে। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই। রুদ্রনীলের কথায়, ‘‘অতিমারি তো দর্শকের মানসিকতায় আমূল পরিবর্তন এনেছে। কোন মাধ্যমে কাজ করছি, সেটা একেবারেই এখন গৌণ। পারফর্ম করাই আসল।’’

Advertisement

‘মীরাক্কেল...’-এর একেবারে গোড়ার দিকের সিজ়নের সঙ্গে যুক্ত ছিলেন রুদ্রনীল। ‘‘এই শো অভিনয়-নির্ভর। আর শোয়ের সঙ্গে আমার আলাদা আবেগ জড়িয়ে। প্রতিযোগীদের গ্রুম করার কাজও করেছি এক সময়ে। বিচারকের আসনেও ছিলাম।’’ তবে নতুন বিচারক পাওলি এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, ‘‘এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না।’’

শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বললেন, ‘‘চ্যানেলের নিষেধ রয়েছে। এখনই কিছু বলতে পারব না।’’ এই বিষয়ে চ্যানেলের ক্লাস্টার বিজ়নেস হেড সম্রাট ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরুর কথা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন