Rukmini Maitra

Rukmini Maitra: রুক্মিণী খেলছেন সময়ের সঙ্গে, খোলামেলা ছবি দিলেন দেবের বান্ধবী

কখনও সাদা-কালো, কখনও বর্ণিল। নানা আমেজে নিজেকে মেলে ধরেছেন দেবের বান্ধবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৬:২৮
Share:

রুক্মিণী মৈত্র।

কালো রঙের লেসের কাঁধ খোলা জামা, খোলা চুল, চোখে চশমায় চেনা ছকের বাইরে রুক্মিণী মৈত্র। সাদা-কালো ছবিতে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিয়ে তাকিয়ে রয়েছেন লেন্সের দিকে । সেই ছবি ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘সময়ের সঙ্গে খেলা করো।’ এর পরের ছবিতেই অভিনেত্রীর পোশাক থেকে ছবির প্রেক্ষাপট, সব কিছু রঙিন। একই ছবিকে দু’রকম ভাবে নেটাগরিকদের কাছে তুলে ধরলেন রুক্মিণী।

কখনও সাদা-কালো, কখনও বর্ণিল। নানা আমেজে নিজেকে মেলে ধরেছেন দেবের বান্ধবী। আরও খোলামেলা হয়ে সামনে এসেছেন তিনি।

Advertisement

রুক্মিণীকে দেখে বরাবরের মতোই আপ্লুত নেটাগরিকরা। মন্তব্য বাক্সে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। কিছুদিন আগে দেব-রুক্মিণীর খুনসুটির সাক্ষী হয়েছিলেন তাঁরা। নিজের একটি ছবির সঙ্গে রবীন্দ্রনাথের গানের পংক্তি ধার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান..’।

সেখানে দেব ঠাট্টা করে লিখেছিলেন, ‘আগে এটা বল, তোকে বাংলায় এটা কে লিখে দিল?’ প্রেমিকের করা মন্তব্যকে রুক্মিণী এড়িয়ে গেলেও নেটাগরিকদের একাংশ তা নিয়ে চর্চায় মেতে উঠেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement