Entertainment News

নতুন শিল্পীর অপেক্ষা নিয়ে শুরু হতে চলেছে ‘সা রে গা মা পা’

এই সিজনে বিচারকের আসনে থাকবেন শান্তনু মৈত্র, মোনালি ঠাকুর এবং শ্রীকান্ত আচার্য। এ ছাড়াও বিশেষ বিশেষ পর্বে বিচারকের দায়িত্বে থাকবেন বহু গুণী শিল্পী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৯
Share:

‘সা রে গা মা পা’র মঞ্চে শিল্পীরা।

‘সা রে গা মা পা’। বাংলা টেলিভিশনের তুমুল জনপ্রিয় নন ফিকশন শো-গুলির মধ্যে একটি। বহু নতুন শিল্পীর জন্ম দিয়েছে এই মঞ্চ। ফের শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো। আগামী শনিবার থেকে রাত সাড়ে ন’টায় দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

Advertisement

এই সিজনে বিচারকের আসনে থাকবেন শান্তনু মৈত্র, মোনালি ঠাকুর এবং শ্রীকান্ত আচার্য। এ ছাড়াও বিশেষ বিশেষ পর্বে বিচারকের দায়িত্বে থাকবেন বহু গুণী শিল্পী। সঞ্চালকের ভূমিকায় চলতি বছরেও দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে।

এই ধরনের শো একাধিকবার সমালোচনার মুখেও পড়েছে। বিশেষত খুদে প্রতিযোগীদের নিয়ে আয়োজন হলে তা নিয়ে কটাক্ষ হয়েছে আরও বেশি। প্রশ্ন উঠেছে, এই মঞ্চ থেকে কি সত্যিই প্রকৃত শিল্পী উঠে আসতে পারেন? তবুও দর্শকদের ভাললাগায় টিআরপি-র অঙ্ক নিয়ে খুশি থেকেছেন কর্তৃপক্ষ।

Advertisement

আগামিকাল থেকে নতুন মঞ্চ। নতুন লড়াই। অপেক্ষা একঝাঁক নতুন শিল্পীর।

আরও পড়ুন, ‘ওহ ম্যাম, ইউ আর মাই ক্রাশ...’ জুন মালিয়াকে কে বললেন এ কথা?

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement