Hrithik Roshan-Saba Azad

‘চামড়া মোটা করে নিয়েছি!’ হৃতিকের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে, তা-ও কেন এই মন্তব্য সাবার?

হৃতিকের সঙ্গ বেশ উপভোগ করছেন সাবা। যদিও তাঁদের নিয়ে পারিপার্শ্বিক লোকেদের মাথাব্যথার অন্ত নেই। নিন্দকদের কী জবাব দিলেন অভিনেতার প্রেয়সী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০
Share:

ছবি: সংগৃহীত।

গত দু’বছর ধরে গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। দু’জনের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্য দিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাশমীর ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্যমঞ্চে। তবু খ্যাতনামী হৃতিক রোশনের প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাঁকে। হৃতিকের প্রেমিকা হওয়ার দরুণ ছোটখাটো কাজ খুইয়েছেন সাবা। নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও সাবা বলেন, ‘‘এই ক’বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।’’

Advertisement

সাবা আজ়াদকে কেন্দ্র করে হৃতিকের জীবনে আসে নতুন মোড়। চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে দু’জনের প্রেমের গুঞ্জন। হৃতিকের সঙ্গ বেশ উপভোগ করছেন সাবাও। যদিও তাঁদের নিয়ে পারিপার্শ্বিক লোকেদের মাথাব্যথার অন্ত নেই। আগে বেশ কয়েক বার নিন্দকদের জবাব দিয়েছেন, তবে এখন সাবা নিজেকে অনেকটা শান্ত করতে সক্ষম হয়েছেন বলেই জানান। সাবার কথায়, ‘‘আমি সমাজমাধ্যমে খুব সক্রিয় তেমন নয়। পর পর তিন দিন কিছু পোস্ট করলাম, তার পর মাসখানেক উধাও হয়ে যাই। যদিও শিল্পী হিসাবে সেটা করা উচিত নয়।’’

তবে সমাজমাধ্যমে যে ধরনের কথাবার্তার লেনদেন চলে তাতে খানিক বিরক্ত তিনি। সাবার কথায়, ‘‘আসলে ট্রোলড তাঁরাই করেন যাঁরা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী। আগে এগুলোর পরোয়া করতাম। এখন গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। যাঁরা কর্মহীন, জীবন লক্ষ্যহীন তাঁরাই এ সব করেন। তাঁদের পাত্তা দিয়ে সময় নষ্ট করতে চাই না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement