Saif Ali Khan on fight with wife Kareena Kapoor Khan

করিনার সঙ্গে ঝগড়া হলে কী করেন সইফ? বাবা মনসুর আলি খান পটৌদীর কোন উপদেশ মেনে চলেন অভিনেতা

সম্প্রতি কাজল ও টুইঙ্কল সঞ্চালিত অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন অক্ষয় ও সইফ। সেখানেই দাম্পত্যকলহ নিয়ে কী বললেন দুই অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:১৩
Share:

করিনার সঙ্গে ঝগড়া কী ভাবে সামলান সইফ? ছবি: সংগৃহীত।

স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে তা সামলানোর মোক্ষম উপায় কী? সইফ আলি খানকে এই বিষয়ে শ্রেষ্ঠ উপদেশ নাকি দিয়েছিলেন তাঁর বাবা, তারকা ক্রিকেটার মনসুর আলি খান পটৌদী। সম্প্রতি, টুইঙ্কল খন্না ও কাজল সঞ্চালিত অনুষ্ঠানে এসে কী বললেন তিনি?

Advertisement

অনুষ্ঠানে সইফের সঙ্গে অতিথি হিসাবে এসেছিলেন অক্ষয় কুমারও। সেখানেই স্ত্রীর সঙ্গে ঝামেলা প্রসঙ্গে সইফ জানান, আর পাঁচটা দম্পতির মতোই, তাঁর ও করিনার ঝগড়া হয়। কী ভাবে সামাল দেন? সইফ বলেন, “বাবা বলেছিলেন, ‘ঝগড়ার সময় আমি শুধু ক্রিকেট খেলার কথা ভাবি বা অন্য কিছু বিষয়ে চিন্তা করি। কোনও কথা বলি না।’ তিনি আরও বলেন, ‘শুধু শুনবে’।”

সইফের সঙ্গে সহমত পোষণ করেন অক্ষয়ও। তাঁর কথায়, “ও (টুইঙ্কল) আগুন। আমি জল। ওর যা ইচ্ছা বলে যায়। আমি শুধু শান্ত হয়ে চুপ করে থাকি। শুধু ও কী বলার চেষ্টা করছে সেটা বুঝতে চেষ্টা করি।” তিনি শেষে যোগ করেন, “আপনি যা ইচ্ছা করুন, কিন্তু শুনতে হবে। আমার মনে হয়, প্রত্যেক স্বামীরই একজন ভাল শ্রোতা হয়ে ওঠা প্রয়োজন।” ২০১২ সালে করিনাকে বিয়ে করেন সইফ। তাঁদের দুই সন্তান, তৈমুর ও জেহ্। অন্য দিকে, ২০০১ সালে বিয়ে হয় অক্ষয় ও টুইঙ্কলের। তাঁদেরও দুই সন্তান, আরভ ও নিতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement