পাপারাৎজিদের থেকে তৈমুরকে কেন আড়াল করেন না সইফ?

কখনও দিদার বাড়িতে, আবার কখনও মায়ের কোলে এয়ারপোর্টে দেখা গিয়েছে তৈমুরকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৭:০৫
Share:

মা-বাবার সঙ্গে তৈমুর। ছবি: সইফ আলি খানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

টিনসেল টাউনে রয়েছে তো অনেক স্টার কিড। বয়সে অন্যদের চেয়ে ছোট হলেও সবার চেয়ে অনেকটাই এগিয়ে কিঙ্গ খানের ছেলে আব্রাম আর নবাব খানের ছেলে তৈমুর। তবে আব্রামকে পাপারাৎজিদের থেকে কিছুটা আড়াল করেই রাখেন শাহরুখ এবং গৌরী। বিশেষ বিশেষ অনুষ্ঠানে দেখা মেলে আব্রামের।

Advertisement

কিন্তু সে সবের বালাই নেই করিনা কপূর খানের ছেলের ক্ষেত্রে। কখনও দিদার বাড়িতে, আবার কখনও মায়ের কোলে এয়ারপোর্টে দেখা গিয়েছে তৈমুরকে। পাপারাৎজিদের কোনও ভাবেই বাধা দেননি সইফিনা। আসলে নিজের ছেলেকে আড়ালে রাখতে এক্কেবারে রাজি নন এই দম্পতি।

সেই কারণেই জন্মের পর থেকে ইন্টারনেটে ভাইরাল তৈমুরের ছবি। অন্যান্য বলি সেলেবরা যেখানে নিজের সন্তানদের মিডিয়া থেকে আড়াল করতেই ব্যস্ত। সেখানে সইফ-করিনা একেবারে বিপরীতে।

Advertisement

আরও পড়ুন: ছেলের জন্মদিনে ‘সহজ’ কথা বললেন প্রিয়ঙ্কা!

কিন্তু কেন? এই নিয়ে মুখ খুললেন সইফ আলি খান নিজেই।

🌻🌻

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement