দুই সেলেব চাইল্ডের বলি এন্ট্রি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। তাঁরা হলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহের মেয়ে সারা আলি খান এবং শাহিদ কপূরের ভাই ঈশান খাট্টার। শোনা যাচ্ছে ‘স্টুডেন্টস্ অফ দ্য ইয়ার টু’তে জুটি বাঁধবেন এই জুটি।
এর আগে ‘স্টুডেন্টস্ অফ দ্য ইয়ার’এ আলিয়া ভট্ট, বরুণ ধবন এবং সিদ্ধার্থ মলহোত্রাকে ডেব্যুউ করিয়েছিলেন পরিচালক কর্ণ জোহর। আসন্ন ছবির জন্য প্রথমে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূরের কথা ভাবা হয়েছিল কিন্তু জাহ্নবী আপাতত কেরিয়ার নিয়ে ব্যস্ত। এখনই অভিনয়ে আসবেন না। তাই সেকেন্ড চয়েস হিসেবে সারা আলি খানকে নাকি কাস্ট করা হয়েছে। শোনা যাচ্ছে, আর কয়েক দিনের মধ্যেই বেশ বড় করে এই দুই নিউকামারের কথা ঘোষণা করবেন খোদ কর্ণ।
আরও পড়ুন, কপূর খানদানকে ‘মাফিয়া’ বললেন সইফ!