Entertainment News

তৈমুরের নতুন ছবি শেয়ার করলেন সইফ

বয়স মাত্র দিন ২০। এর মধ্যেই প্রায় সেলিব্রিটি তকমা পেয়েছে সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। এক দিকে খান অন্য দিকে কপূর বংশের গরিমা তো রয়েইছে। কিন্তু ‘তৈমুর’ নামের কারণেই জন্ম থেকেই সে শিরোনামে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১৬:০৬
Share:

বয়স মাত্র দিন ২০। এর মধ্যেই প্রায় সেলিব্রিটি তকমা পেয়েছে সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। এক দিকে খান অন্য দিকে কপূর বংশের গরিমা তো রয়েইছে। কিন্তু ‘তৈমুর’ নামের কারণেই জন্ম থেকেই সে শিরোনামে। তৈমুরের ভুয়ো ছবিতেও দিন কয়েক আগে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তৈমুরকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পোজ দিয়েছেন সইফ-করিনা। পাপারাত্‌জিরা বহু চেষ্টা করেও তৈমুরের ক্লোজ কোনও ছবি তুলতে পারেননি। এ বার তৈমুরের ক্লোজ ছবি প্রকাশ্যে নিয়ে এলেন খোদ সইফ।

Advertisement

আরও পড়ুন, বলিউড ডেবিউর আগে সারার মেন্টর করিনা?

না আসল ছবি নয়। এ ছবি পেন্সিলে আঁকা। উপহার দিয়েছেন কোনও এক ভক্ত। সইফও সেই স্কেচ হাতে পোজ দিলেন। আর ফ্রেমবন্দি করে সেই ছবি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করলে সোহা আলি খান।

Advertisement

হাতে বেশ কিছু ছবি থাকলেও আপাতত ছুটিতে রয়েছেন ছোটে নবাব। ছেলে তৈমুর ও স্ত্রী করিনার সঙ্গে সময় কাটানোই এখন তাঁর ফার্স্ট প্রায়োরিটি। ❤

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement