Rakhi Bandhan 2025

রাখিবন্ধনে সইফের প্রতি শুভেচ্ছা নয়! দাদাকে নিয়ে কোন উদ্বেগের কথা প্রকাশ্যে আনলেন সাবা?

সাবা বহু বছর ধরেই আলাদা থাকেন। মূলত দিল্লিতেই তাঁর বাস। দাদার থেকে দূরে, তাই দুশ্চিন্তায় ভোগেন। তাই রাখিবন্ধন উৎসবে দাদার জন্য বিশেষ বার্তা রাখলেন সাবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৮:১৩
Share:

সইফকে নিয়ে চিন্তায় বোন সাবা। ছবি: সংগৃহীত।

রাখিপূর্ণিমার দিন বলিউডে তারকাদের অন্দরমহলে উৎসবের আবহ। কোনও কোনও তারকা ভাই-বোন যেমন একসঙ্গে উৎসব উদ্‌যাপনে শামিল হয়েছেন, তেমনই কেউ কেউ আবার দূরে থেকেই ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদেরই এক জন শর্মিলা ঠাকুরের কন্যা সাবা আলি খান। সোহা ও সইফ আলি খান মুম্বইয়ে থাকলেও, সাবা বহু বছর ধরেই আলাদা থাকেন। মূলত দিল্লিতেই তাঁর বাস। দাদার থেকে দূরে, দুশ্চিন্তায় ভোগেন তিনি। রাখিবন্ধন উৎসবে তাই দাদার জন্য বিশেষ বার্তা দিলেন সাবা।

Advertisement

গত ১৬ জানুয়ারির রাতের স্মৃতি আজও টাটকা। ওই দিনই সইফের বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বাধা পেয়ে হামলা চালায় অভিনেতার উপর। ছুরিকাহত হন সইফ। আঘাত এতটাই গুরুতর ছিল যে রীতিমতো অস্ত্রপচার করা হয় অভিনেতাকে। গোটা পরিবারের চিন্তায় ছিল।

এই ঘটনার পর মাস সাতেক কেটে গেলেও দাদাকে নিয়ে চিন্তা কাটেনি সাবার। তাই এই উৎসবের দিনে দাদার উদ্দেশে লেখেন, “এত বছরের জীবনে আমরা আলাদাই থেকেছি। আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম ঠিকই, তবে আমি সারাজীবন তোমার ঢাল হয়েছিলাম। আশা করছি, তুমিও তাই থাকবে। আমার প্রতিটা প্রার্থনা তোমার জন্য। তোমার মঙ্গলকামনায়। আজকাল তোমার সুরক্ষার জন্য চিন্তা হয়। এই পৃথিবী খামখেয়ালি লোকে ভরে গিয়েছে। তাই আরও চিন্তা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement